Home খবর রাজ্য একুশে বার্তা ২৪-এর! ‘বিজেপি হারলে ভারত জিতবে’, হুঙ্কার মমতার

একুশে বার্তা ২৪-এর! ‘বিজেপি হারলে ভারত জিতবে’, হুঙ্কার মমতার

0
একুশে জুলাইয়ের মঞ্চে মমতা

কলকাতা: কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি স্পষ্ট আহ্বান। বিনিময়ে কোনো ‘চেয়ার’ নয়। বৃহস্পতিবার ধর্মতলায় দলের শহিদ দিবস-এর মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমরা ২০২৪ সালের লোকসভা ভোটে কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে চাই। এ ছাড়া আমাদের আর কোনও দাবি নেই। কোনো চেয়ার চাই না।”

২১ জুলাইয়ের সমাবেশে (21st July TMC Rally) বক্তৃতা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যুবনেত্রী সায়নী ঘোষ, রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ অন্য নেতারা। সভার শেষ বক্তা ছিলেন মমতা। এ দিনের কর্মসূচিতে লোকসভা ভোটে দলের রণকৌশল নিয়ে ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো।

দলের কর্মীদের তিনি জানিয়ে দিলেন, ২০২৪ লোকসভা ভোটে কী ভাবে ‘ইন্ডিয়া’ জোটের ব্যানারে লড়াই করবে তৃণমূল। বিরোধীদের নবগঠিত জোট প্রসঙ্গে মমতা বলেন, “আমি খুশি যে এই ২৬টি বিরোধী দল একত্রিত হয়েছে। আমরা বিরোধী জোটের ব্যানারে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করব। ইন্ডিয়া (I.N.D.I.A.) জোট লড়াই করবে। তৃণমূল কংগ্রেস তারই এক সৈনিকের মতো পাশে দাঁড়াবে”।

মমতার কথায়, “তৃণমূল মানে ভারতবর্ষের জয়। ‘ইন্ডিয়া’ লড়বে, তৃণমূল কংগ্রেস সৈনিকের মতো পাশে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি বলে দিয়েছি, আমাদের চাওয়ার কিছু নেই। আমরা একটাই চাই- ভারত জিতবে আর বিজেপি হারবে। মোদী হারবে। এই আমাদের একটাই স্লোগান। আর কোনো দ্বিতীয় স্লোগান নেই। এই স্লোগানে ভর দিয়েই, এখন যেমন আমরা ‘জয় বাংলা’ স্লোগান তুলছি, তেমনই ২০২৪-এ আমরা ‘জয় ইন্ডিয়া’ স্লোগান তুলব”।

মণিপুর হিংসা, পঞ্চায়েত হিংসা, ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক ইস্যুতে বিজেপি-কে বিঁধেছেন মমতা। এর রেশ ধরেই তাঁর মন্তব্য, বিজেপি যদি কেন্দ্রে টানা তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরে আসে, তা হলে “দেশে গণতন্ত্র অস্তিত্ব হারাবে।”

আরও পড়ুন: একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে মমতা, ‘জয় ইন্ডিয়া’ স্লোগানও তুললেন তৃণমূলনেত্রী

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version