
খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার ফোরে গেল, তা নির্ধারিত হয়ে গিয়েছে। দেশগুলি হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সুপার ফোরে লড়াই করবে। ছিটকে গিয়েছে রশিদ খানের আফগানিস্তান।
নিয়ম অনুযায়ী, সুপার ফোরে ওঠা প্রতিটি দল বাকি তিনটি দলের সঙ্গে খেলবে। অর্থাৎ, প্রতিটি দলকে তিনটি করে ম্যাচ খেলতে হবে। ম্যাচগুলি হবে ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ সুপার ফোর পর্বে মোট ৬টি ম্যাচ হবে।
সুপার ফোর পর্বে প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর, দুবাইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। পর দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর রবিবার দুবাইয়ে ভারত বনাম পাকিস্তানের লড়াই। ২২ সেপ্টেম্বর কোনো খেলা নেই।
বাকি ম্যাচগুলির ক্রীড়াসূচি –
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান – ২৩ সেপ্টেম্বর – আবু ধাবি।
ভারত বনাম বাংলাদেশ – ২৪ সেপ্টেম্বর – দুবাই
বাংলাদেশ বনাম পাকিস্তান – ২৫ সেপ্টেম্বর – দুবাই
ভারত বনাম শ্রীলঙ্কা – ২৬ সেপ্টেম্বর – দুবাই
সব খেলা ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে।