Home খেলাধুলো ক্রিকেট মাত্র ৯১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইনিংসে হারিয়ে সিরিজ শুরু করল ভারত

মাত্র ৯১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইনিংসে হারিয়ে সিরিজ শুরু করল ভারত

0

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। চার ম্যাচের সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে দিল ভারত। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন (৫/৩৭) এবং রবীন্দ্র জাডেজার (২/৩৪) স্পিন জুটির কাছে মাত্র ৯১ রানেই আত্মসম্পর্ণ করলেন অজিরা।

অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় বোলিং যেন হয়ে উঠল আগুনের গোলা। বোলাররা যে বলই করলেন, কোনো উত্তর ছিল না অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছে। ৩২.৩ ওভারে মাত্র ৯১ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্য়াট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ৪০০ রানে। ২২৩ রানে পিছিয়ে থেকে ব্য়াট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু অশ্বিন, জাডেজা, শামিদের বোলিং দাপটে মাত্র ৯১ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। ভারতের হয়ে অশ্বিন ৫, জাডেজা ২, শামি ২ ও অক্ষর ১ উইকেট নিলেন।

এ দিন সকালেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানে অল আউট হয় ভারতীয় দল। শনিবার ম্যাচের তৃতীয় দিন ২২৩ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। ঝোড়ো ব্যাটিং করেন মহম্মদ শামি। উল্লেখযোগ্য ভাবে, যে পিচে অস্ট্রেলিয়ার ব্যাটাররা খেলতে হিমশিম খেলেন সেই পিচে শামিও সোজা ব্যাটে খেললেন। ৪৭ বলে ৩৭ রান করে আউট হন শামি।

ভালো ব্যাট করছিলেন অক্ষর। কিন্তু শামি আউট হওয়ার পরে রানের গতি বাড়ানোর চাপ ছিলই। এরই মধ্যে ছিল সেঞ্চুরির হাতছানি। সেই দিকেই এগোচ্ছিলেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু ৮৪ রানের মাথায় প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে যান তিনি। হাতছাড়া হয় শতরান।

এমনিতে ঘরের মাটিতে ভারতীয় দলের আত্মবিশ্বাসী পারফরম্যান্সই যেন বলে দিচ্ছিল, নাগপুর টেস্টে বিজয়ীর পাশে জ্বলজ্বল করতে চলেছে টিম ইন্ডিয়ার নাম। কিন্তু তা যে আড়াই দিনেই হবে, তেমনটা অনেকেই ভাবতে পারেননি।

আরও পড়ুন: পাইলট প্রশিক্ষণে বেনিয়ম, টাটা গ্রুপের এয়ার এশিয়াকে আর্থিক জরিমানা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version