Home খেলাধুলো ক্রিকেট ভারত-জিম্বাবোয়ে টি২০: হারারে পৌঁছে গেল ভারতীয় দল, প্রথম ম্যাচ ৬ জুলাই   

ভারত-জিম্বাবোয়ে টি২০: হারারে পৌঁছে গেল ভারতীয় দল, প্রথম ম্যাচ ৬ জুলাই   

0
হারারেতে ভারতীয় দলের অনুশীলন। ছবি Zimbabwe Cricket ‘X’ handle থেকে নেওয়া

খবর অনলাইন ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ ক্রিকেট খেলতে হারারে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কোচ ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে ভারতীয় দল হারারে স্পোর্টস ক্লাবের মাঠে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে শনিবার ৬ জুলাই।

জিম্বাবোয়ের বিরুদ্ধে যে ভারতীয় দল খেলবে তারা কার্যত দেশের পুরুষ ক্রিকেটের দ্বিতীয় দল বিশ্বকাপজয়ী ভারতীয় দলের মাত্র ৩ জন এই দলে রয়েছে। তাঁরা হলেন যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন এবং শিবম দুবে। বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদের সঙ্গে এই তিনজনও দেশে ফিরেছেন। তাঁরা এখান থেকে হারারে রওনা হবেন। স্বাভাবিক ভাবেই তাঁদের যেতে কিছু দেরি হবে। তাঁরা জিম্বাবোয়েতে ভারতীয় দলে যোগ দেবেন দ্বিতীয় টি২০ ম্যাচের পর।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, আপাতত যশস্বী, সঞ্জু এবং শিবমের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সাই সুদর্শন, জিতেশ শর্মা এবং হরষিত রানাকে। রিঙ্কু সিং এবং খলিল আহমেদ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চে ছিলেন। স্বভাবতই তাঁদেরও জিম্বাবোয়েতে দলের সঙ্গে যোগ দিতে দেরি হবে। আর অধিনায়ক শুবমন গিল সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবোয়ে চলে যাবেন।       

ম্যাচের সময়সূচি

ভারত-জিম্বাবোয়ে টি২০ সিরিজ শুরু হতে চলেছে শনিবার ৬ জুলাই। ৫টি ম্যাচ হবে। সব ম্যাচই হবে হারারেতে। ৬ জুলাইয়ের পরের ম্যাচগুলি হবে ৭ জুলাই (রবিবার), ১০ জুলাই (বুধবার), ১৩ জুলাই (শনিবার) এবং ১৪ জুলাই (রবিবার)। তৃতীয় ম্যাচ অর্থাৎ ১০ জুলাইয়ের ম্যাচটি ছাড়া বাকি সব ম্যাচই শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে। ১০ জুলাইয়ের ম্যাচটি দিন-রাতের ম্যাচ। শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৯টায়।   

ভারতীয় দল

শুবমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), ধ্রুব জুরেল (উইকেট কিপার), শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিশনয়, অবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার এবং তুষার দেশপাণ্ডে।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: অবিশ্বাস্য ক্যাচ ধরলেন সূর্যকুমার, ১৭ বছর পর কাপ ভারতের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version