Home খেলাধুলো ক্রিকেট ২০০ টেস্ট উইকেটে দ্রুততম ভারতীয় বোলার, নয়া কীর্তি জসপ্রীত বুমরাহের

২০০ টেস্ট উইকেটে দ্রুততম ভারতীয় বোলার, নয়া কীর্তি জসপ্রীত বুমরাহের

0

ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নেওয়া দ্রুততম ভারতীয় বোলার হিসেবে নতুন ইতিহাস গড়ে ফেললেন। তিনি মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের তৃতীয় ইনিংসে ট্রাভিস হেডকে (১) আউট করে এই মাইলফলক স্পর্শ করেন।

বুমরাহ এবং তাঁর সতীর্থ রবীন্দ্র জাডেজা দু’জনেই ৪৪ টেস্ট ম্যাচে ২০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন। তবে আরও গুরুত্বপূর্ণ হল, বুমরাহ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার যিনি ২০০ বা তার বেশি উইকেট গড়পড়তা ২০-এর কম ইকোনমি রেটে নিয়েছেন। তাঁর গড় ১৯.৯০, যা ভেঙে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জোয়েল গার্নারের রেকর্ড (২০.৩৪)।

দ্রুততম ২০০ উইকেট (বল সংখ্যার হিসাবে)

বুমরাহ মাত্র ৮৪৮৪ বলে ২০০ উইকেট নিয়ে মহম্মদ শামিকে টপকে গেছেন। শামি এই রেকর্ড করেছিলেন ৯৮৯৬ বলে। বুমরাহ এখন বিশ্বের চতুর্থ দ্রুততম বোলার যিনি এই মাইলফলক ছুঁয়ে ফেললেন। তাঁর আগে আছেন শুধু ওয়াকার ইউনিস, ডেল স্টেইন এবং কাগিসো রাবাদা।

দ্রুততম ২০০ উইকেটের তালিকা (বল সংখ্যার ভিত্তিতে):

  • ওয়াকার ইউনিস: ৭৭২৫ বল
  • ডেল স্টেইন: ৭৮৪৮ বল
  • কাগিসো রাবাদা: ৮১৫৩ বল
  • জসপ্রীত বুমরাহ: ৮৪৮৪ বল

বুমরার কেরিয়ার পরিসংখ্যান

প্রতিযোগিতাটেস্টওডিআইটি২০আইএফসি
ম্যাচ৪৩৮৯৭০৭১
রান সংগ্রহ৩১০৯১৪৯০
ব্যাটিং গড়৭.২০৭.৫৮২.৬৬৯.২৪
১০০/৫০০/০০/০০/০০/১
সর্বোচ্চ স্কোর৩৪*১৬৫৫*
বল করেছেন৮,২৫১৪,৫৮০১,৫০৯১৩,৫১৬
উইকেট২০১১৪৯৮৯২৮৬
বোলিং গড়১৯.৫২২৩.৫৫১৭.৭৪২১.৫০
ইনিংসে ৫ উইকেট১২১৮
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং৬/২৭৬/১৯৩/৭৬/২৭
ক্যাচ/স্টাম্পিং১৬/–১৮/–৯/–২৫/–

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version