Homeখেলাধুলোক্রিকেটআইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয় আগামী ১ ডিসেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এর আগে এত কম বয়সে কেউ আইসিসি-র প্রধান পদে বসেননি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৩০ নভেম্বর। তিনি দু’ দফায় ২০২০ সাল থেকে আইসিসি-র চেয়ারম্যান রয়েছে। তৃতীয় দফায় তিনি আর চেয়ারম্যান থাকবেন না বলে তিনি জানিয়ে দেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ২৭ আগস্ট শেষ তারিখ ধার্য করেছিল আইসিসি-র বোর্ড অফ ডিরেক্টরস। একটা বেশি মনোনয়নপত্র জমা পড়লে নির্বাচন হত। কিন্তু একমাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সম্পাদক জয় শাহের মনোনয়নপত্র জমা পড়ে। ফলে তিনিই আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন।

আইসিসি-র তরফে এক বিবৃতিতে জয় শাহ বলেছেন, “আমি বিনীতভাবে বলছি আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারে বসার জন্য মনোনীত হয়েছি। ক্রিকেটকে আরও বিশ্বজনীন করার জন্য আইসিসি টিম এবং সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি দায়বদ্ধ।”

জয় শাহ পঞ্চম ভারতীয় যিনি আইসিসি-র চেয়ারম্যানপদ অলংকৃত করছেন। এর আগে ওই পদে ভারতীয় হিসাবে ছিলেন জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর।

মাত্র ২১ বছর বয়সে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত হন জয়। ২০০৯ সালে তিনি গুজরাতের ক্রিকেট প্রশাসনে আসেন। ২০১৯-এর অক্টোবর থেকে তিনি বিসিসিআই-এর সেক্রেটারিপদে রয়েছেন। ২০২২ সালে তিনি আইসিসি-র ‘ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স’ কমিটির সদস্য হন এবং ২০২৩-এ এর প্রধান হন। ২০২২-এ জয় শাহ আবার বিসিসিআই-এর সেক্রেটারি হন। তাঁর এই পদে থাকার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫-এ। কিন্তু আইসিসি-র চেয়ারম্যান হওয়ার পর তাঁকে বিসিসিআই-এর সেক্রেটারিপদ ছেড়ে দিতে হবে। ইতিমধ্যে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত জয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন।

আরও পড়ুন

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...