Homeখেলাধুলোআইপিএল“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের মধ্যেই কে এল রাহুলকে অপমান করায় যথেষ্ট নিন্দা-কটূক্তির সম্মুখীন হতে হচ্ছে সঞ্জীব গোয়েনকাকে। এলএসজি-র মালিক মাঠেই কে এল রাহুলকে গালিগালাজ করেন। মাঠে এবং টিভিতে সেই দৃশ্য দেখে খুবই ক্রুদ্ধ হয়েছেন ক্রিকেটাররা এবং ক্রিকেটপ্রেমীরা। এর থেকে পিছিয়ে থাকলেন না মহম্মদ শামিও।

বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে লখনউ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৫ রান করে। ডানহাতি ব্যাটার কে এল রাহুল টেস্টের মতো খেলে ৩৩ বলে ২৯ রান করেন। হায়দরাবাদ সহজেই সেই রান তাড়া করে কোনো উইকেট না হারিয়ে ৯.৪ ওভারে জয় পেয়ে যায়।

প্যাট কামিংস-এর নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি গোটা ম্যাচটায় আগাগোড়া আধিপত্য বিস্তার করে থাকায় লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েনকা সেটা হালকা ভাবে নিতে পারেননি। ক্যামেরা অন করা রয়েছে এবং মাঠে সব খেলোয়াড় উপস্থিত রয়েছেন জেনেও গোয়েনকা দলের অধিনায়ক ও অন্যতম ওপেনার কে এল রাহুলকে গালিগালাজ করতে থাকেন।

ভারতীয় দলের পেসার মহম্মদ শামি আইপিএল-এ খেলছেন গুজরাত টাইটান্‌স-এর হয়ে। তবে আহত থাকার জন্য এখন মাঠে নামছেন না। কিন্তু বুধবারের এই ঘটনায় তিনি চুপ থাকতে পারেননি। তিনি সঞ্জীব গোয়েনকার কাজকে ‘লজ্জাহীন’ বলে অভিহিত করেছেন।

কী বললেন মহম্মদ শামি

সঞ্জীব গোয়েনকাকে উদ্দেশ করে মহম্মদ শামি ‘ক্রিকবাজ’কে বলেন, “আপনি কে এল রাহুলকে অপমান করতে পারেন না। তিনি ভারতের তারকা খেলোয়াড়দের একজন। তিনি সাধারণ ক্রিকেটার নন। অন্য ভাবে তো বলা যেত। আপনি যদি কে এল রাহুলের সঙ্গে কথা বলতে চাইতেন তা হলে ড্রেসিং রুম বা হোটেলে কথা বলতে পারতেন।”

শামি আরও বলেন, “আমি আপনি এই কাজ করে লজ্জাহীনতার পরিচয় দিয়েছেন। ক্রিকেট একটা টিম গেম এবং আপনি একজনকে প্লেয়ারকে দায়ী করতে পারেন না।”

এই বছর আইপিএল-এর সপ্তদশ মরশুম চলছে। খবর পাওয়া যাচ্ছে, কে এল রাহুল নাকি এই মরশুমের পর এই দল ছেড়ে দেবেন। ১২টা ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়ে এলএসজি কিন্তু এখনও প্লে-অফে যাওয়ার জায়গায় রয়েছে। পরবর্তী রাউন্ডে যেতে হলে তাদের বাকি ম্যাচগুলিতে জিততে হবে।

আরও পড়ুন

“যৌন হেনস্থার যথেষ্ট প্রমাণ…”, আদালতের নির্দেশে কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ বিপাকে  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...