Homeখেলাধুলোক্রিকেট“না, রাহুল-সচিনের নাম থেকে রাচিনের নাম নয়”, তা হলে কী ভাবে এল...

“না, রাহুল-সচিনের নাম থেকে রাচিনের নাম নয়”, তা হলে কী ভাবে এল ওই নাম

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের এক বড়ো আবিষ্কার রাচিন রবীন্দ্র। দুর্দান্ত ফর্মে রয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। বুধবার বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। সেমিফাইনালে ভারতকে জিততে হলে রাচিন রবীন্দ্রকে দ্রুত তুলে নিতে হবে।

এ বারের বিশ্বকাপ ক্রিকেটে যে সব ব্যাটার সবচেয়ে বেশি রান করার তালিকায় রয়েছেন, তাঁদের অন্যতম রাচিন রবীন্দ্র। ৯টি ইনিংসে ৫৬৫ রান করে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর রানে রয়েছে ৩টি সেঞ্চুরি এবং ২টি অর্ধশত রান। ব্যাটিং গড় ৭০.৬২।

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল। যে সব কিউয়ি ব্যাটার ভারতের মুখ্য লক্ষ্যবস্তু হবে, তাঁদের মধ্যে রাচিন রবীন্দ্র যে অন্যতম তাতে কোনো সন্দেহ নেই।

রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তাঁর দাদু-দিদিমা বেঙ্গালুরুতে থাকেন। এ বার বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতে এসে রাচিন তাঁদের সঙ্গে দেখা করে এসেছেন।

রাচিনের নাম নিয়ে একটা জনপ্রিয় কাহিনি চালু আছে ক্রিকেটপ্রেমীদের মহলে। বলা হয়, রাহুল দ্রাবিড়ের ‘রা’ আর সচিন তেন্ডুলকরের ‘চিন’ নিয়ে নাম ‘রাচিন’। কিন্তু ব্যাপারটি কী তা খোলসা করেছেন রাচিনের বাবা। তিনি বলেছেন, তাঁর পুত্রের নাম যে ওই ভাবে পরিকল্পনা করে দেওয়া হয়েছে তা নয়। রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি ‘দ্য প্রিন্ট’কে বলেন, “রাচিনের জন্মের পর আমার স্ত্রী নবজাতকের ওই নাম দেন। তখন ওই নাম নিয়ে আলোচনা করার কোনো ব্যাপার ছিল না। আমরা সঙ্গে সঙ্গেই ওই নাম রাখি।”

“নামটা ভালো লেগেছিল। ছোটো নাম, বানানটাও সোজা, তাই আমরা ওই নামটাই রেখে দিই। কয়েক বছর পরে বুঝলাম, আমাদের পুত্রের নাম রাহুল আর সচিনের নামের মিশ্রণ। ছেলেকে ক্রিকেটার তৈরি করার পরিকল্পনা করে ওই নাম রাখা হয়নি”, বলেছেন রবি কৃষ্ণমূর্তি।

কী ভাবে নিউজিল্যান্ডের ক্রিকেট টিমে তিনি অপরিহার্য হয়ে উঠলেন, সেই গল্প করেছেন ২৩ বছরের রাচিন। রাচিন ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। নিউজিল্যান্ডের প্রথম একাদশে জায়গা পাবেন, এটা ছ’ মাস আগেও ভাবতে পারতেন না রাচিন। কিন্তু এখন কিউয়ি টিমে দারুণ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন রাচিন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে রাচিনের ৪২ রান সেমিফাইনালের পথে নিউজিল্যান্ডকে এক কদম এগিয়ে দেয়। ভারতের মাঠে, বিশেষ করে বেঙ্গালুরুতে খেলে খুবই আনন্দ পেয়েছেন তিনি। যখনই মাঠে খেলছেন, শুনতে পাচ্ছেন দর্শকরা তাঁর নাম করে চিৎকার করছেন।

আরও পড়ুন

সেমিফাইনালে টিম ইন্ডিয়ার ‘তুরুপের তাস’, নিউজিল্যান্ড শিবিরে এই ভারতীয় বোলারকে নিয়ে আশঙ্কা              

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।