Home খেলাধুলো ক্রিকেট বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তবে…, বাংলাদেশের ক্রিকেটারদের কাছে সাহসী প্রতিজ্ঞা পাক...

বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তবে…, বাংলাদেশের ক্রিকেটারদের কাছে সাহসী প্রতিজ্ঞা পাক অভিনেত্রীর

0
ছবি 'এক্স' প্ল্যাটফর্ম থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: গত শনিবার বিশ্বকাপের খেলায় পাকিস্তান ভারতের কাছে গো-হারা হেরেছে। খুব স্বচ্ছন্দে ৭ উইকেটে জিতে গিয়েছে রোহিত শর্মার দল। এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপে পাকিস্তান ৩টে ম্যাচ খেলেছে। তাদের ফল এখনও পর্যন্ত খুব একটা খারাপ নয়। তবু বাবর আজমের দলকে নানা রকম সমালোচনা শুনতে হচ্ছে।

সেমিফাইনালে পৌঁছে আবার ভারতের মুখোমুখি হওয়ার মতো দক্ষতা পাকিস্তানের এি দলের আছে কি না তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। এরই মাঝে এক সাহসী অঙ্গীকার করে ঝড় তুলে দিয়েছেন পাক অভিনেত্রী সেহার শিনওয়ারি। তবে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিতর্কিত মন্তব্য করার জন্য বেশ ভালো পরিচিতি আছে এই অভিনেত্রীর।   

শিনওয়ারির আশা, ভারতের কাছে পাকিস্তানের হারের বদলা বাংলাদেশ নিতে পারবে। আজ শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত আর বাংলাদেশ। বাংলাদেশ জয়ী হবে এই আশাতেই এই অভিনেত্রী প্রতিজ্ঞা করে বসে আছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (আগেকার টুইটার) পোস্ট করে শিনওয়ারি প্রতিজ্ঞা করেছেন, বিশ্বকাপে বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তা হলে তিনি কোনো বাংলাদেশি ক্রিকেটাররের সঙ্গে ‘ডেট’-এ যাবেন।

সেহার শিনওয়ারি লিখেছেন, “ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধু আগামী ম্যাচে আমাদের হারের বদলা নেবে। যদি ওদের দল ভারতকে হারাতে সফল হয়, তা হলে আমি ঢাকা যাব এবং কোনো বাঙালি ছেলের সঙ্গে ফিশ ডিনারে ডেট করব।”

পাক অভিনেত্রীর এই পোস্টের পরেই নেটিজেনরা নানা রকম মন্তব্য করতে শুরু করেছেন। ভারতীয় দলের এক সমর্থক মন্তব্য করেছেন, “বড়ি চালু হ্যায়, পতা হ্যায় ইহে নহি হোনেওয়ালা হ্যায়” (খুব চালাক, জানে যে এটা হওয়ার নয়।)। গত সপ্তাহে একটি পোস্টে পাক অভিনেত্রী মন্তব্য করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে তিনি ভারত সম্পর্কে একটা কথাও বলবেন না। একজন নেটিজেন তাঁর সেই পোস্টের সূত্র ধরে জানতে চেয়েছেন, “আপনি কি আপনার কথা রেখেছেন?”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version