Homeখেলাধুলোক্রিকেটঘরের মাঠে জয় ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল পাকিস্তান, গড়ল 'লজ্জার' রেকর্ড

ঘরের মাঠে জয় ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল পাকিস্তান, গড়ল ‘লজ্জার’ রেকর্ড

প্রকাশিত

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। কিন্তু বৃষ্টি বাধায় পরিত্যক্ত গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচ। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ জয়শূন্য অবস্থায় টুর্নামেন্ট শেষ করল পাকিস্তান। ২০১৭ সালের চ্যাম্পিয়নরা এবার একটি ম্যাচেও জিততে না পারায় লজ্জার রেকর্ড গড়েছে—গত ২৩ বছরে তারা প্রথম দল হিসেবে কোনো জয় ছাড়াই ৫০ ওভারের এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল।

২০০০ সালে কেনিয়া টুর্নামেন্টের প্রাক-কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল। ২০০২ সালে টুর্নামেন্টের নাম পরিবর্তন করে “চ্যাম্পিয়ন্স ট্রফি” করা হয় এবং তারপর থেকে আয়োজক দেশ অন্তত একটি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। ২০০৬ ও ২০০৯ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের গ্রুপের শেষ দল হয়েছিল, কিন্তু অন্তত একটি করে ম্যাচ জিততে পেরেছিল।

প্রায় তিন দশক পর প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেও পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। তারা গ্রুপ ‘এ’-এর শেষ দল হয়েছে, বাংলাদেশের পিছনে থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে এবং নেতিবাচক নেট রান রেট (-১.০৮৭) অর্জন করে।

এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বিদায় নিতে হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশকে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে বাতিল ঘোষণা করা হয়। যার জেরে ঘরের মাঠে দেশের খেলা দেখার জন্য উন্মুখ দর্শকদের হতাশ হতে হয়।

বলে রাখা ভালো, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে হেরে শুরু করেছিল পাকিস্তান। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে ‘অবশ্যই জেতার’ ম্যাচে ছয় উইকেটে পরাজিত হয় মহম্মদ রিজওয়ানের দল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...