Home খেলাধুলো ক্রিকেট ঘরের মাঠে জয় ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল পাকিস্তান, গড়ল ‘লজ্জার’ রেকর্ড

ঘরের মাঠে জয় ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল পাকিস্তান, গড়ল ‘লজ্জার’ রেকর্ড

0

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। কিন্তু বৃষ্টি বাধায় পরিত্যক্ত গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচ। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ জয়শূন্য অবস্থায় টুর্নামেন্ট শেষ করল পাকিস্তান। ২০১৭ সালের চ্যাম্পিয়নরা এবার একটি ম্যাচেও জিততে না পারায় লজ্জার রেকর্ড গড়েছে—গত ২৩ বছরে তারা প্রথম দল হিসেবে কোনো জয় ছাড়াই ৫০ ওভারের এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল।

২০০০ সালে কেনিয়া টুর্নামেন্টের প্রাক-কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল। ২০০২ সালে টুর্নামেন্টের নাম পরিবর্তন করে “চ্যাম্পিয়ন্স ট্রফি” করা হয় এবং তারপর থেকে আয়োজক দেশ অন্তত একটি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। ২০০৬ ও ২০০৯ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের গ্রুপের শেষ দল হয়েছিল, কিন্তু অন্তত একটি করে ম্যাচ জিততে পেরেছিল।

প্রায় তিন দশক পর প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেও পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। তারা গ্রুপ ‘এ’-এর শেষ দল হয়েছে, বাংলাদেশের পিছনে থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে এবং নেতিবাচক নেট রান রেট (-১.০৮৭) অর্জন করে।

এই গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বিদায় নিতে হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশকে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে বাতিল ঘোষণা করা হয়। যার জেরে ঘরের মাঠে দেশের খেলা দেখার জন্য উন্মুখ দর্শকদের হতাশ হতে হয়।

বলে রাখা ভালো, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে হেরে শুরু করেছিল পাকিস্তান। এরপর দুবাইয়ে ভারতের বিপক্ষে ‘অবশ্যই জেতার’ ম্যাচে ছয় উইকেটে পরাজিত হয় মহম্মদ রিজওয়ানের দল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version