Home খেলাধুলো ক্রিকেট এশিয়া কাপ: জেতার জন্য মরিয়া চেষ্টা, প্রথম একাদশের পাঁচ জনকে বাদ দিল...

এশিয়া কাপ: জেতার জন্য মরিয়া চেষ্টা, প্রথম একাদশের পাঁচ জনকে বাদ দিল পাকিস্তান

0

খবরঅনলাইন ডেস্ক: বৃষ্টি যদি ম্যাচ ভেস্তে দেয়, তা হলে আর এশিয়া কাপের ফাইনালে যাওয়া হবে না পাকিস্তানের। কারণ নেট রানরেটে পিছিয়ে থেকে তারা এখন ‘সুপার ফোর’-এর লিগ টেবিলে তিন নম্বর জায়গায় রয়েছে। সে ক্ষেত্রে ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তাই পাকিস্তানের প্রার্থনা, খেলা যেন হয়। আর খেলা হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের জিততেই হবে। না হলে ‘সুপার ফোর’ থেকেই তাদের বিদায় নিতে হবে।   

ভারতের বিরুদ্ধে যে ভাবে গো-হারা হেরেছে বাবর আজমের পাকিস্তান, তাতে তারা দল গড়া নিয়ে রীতিমতো চিন্তিত। পাকিস্তানের যে দল রোহিত শর্মাদের কাছে হেরেছে তাতে ব্যাপক পরিবর্তন ঘটানো হল। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের যে দল খেলবে তাতে জায়গা হল আগের দলের পাঁচ জনের।

‘সুপার ফোর’ লিগে ভারতের সঙ্গে খেলার দিনেই চোট পেয়েছিলেন ফাস্ট বোলার নাসিম শাহ এবং আর-এক বোলার হরিস রাউফ। তাদের চোট এতটাই গুরুতর যে সে দিন ব্যাট করতে পারেননি। এই চোটের কারণেই বৃহস্পতিবার তাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না। নাসিম ও হরিসের জায়গায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন যথাক্রমে জমন খান এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র।  

নাসিম ও হরিস ছাড়াও পাকিস্তান গত দিনের টিম থেকে আরও তিন জনকে বাদ দিয়েছে। তাঁরা হলেন ফখর জামান, ফাহিম আশরফ এবং আঘা সলমন। এঁদের জায়গায় খেলবেন মহম্মদ হরিস, সউদ শাকিল এবং মহম্মদ নওয়াজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক জন বাড়তি স্পিনারকে খেলানোর পরিকল্পনা করেছে পাকিস্তান। সে কারণেই দলে নেওয়া হয়েছে মহম্মদ নওয়াজকে।

পাকিস্তানের ঘোষিত প্রথম একাদশ

মহম্মদ হরিস, ইমাম উল হক, বাবর আজ়ম (অধিনায়ক), মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিকার আহমেদ, শদব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং জমন খান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version