Homeখেলাধুলোক্রিকেটসুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে...

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: শূন্য রানে অভিমন্যু ঈশ্বরন প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় বাংলার সমর্থকরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছিল — উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে যেতে পারবে তো? শেষ পর্যন্ত সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ এবং সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের সুবাদে প্রথম ইনিংসে এগিয়ে গেলেন লক্ষ্মীরতন শুক্লের ছেলেরা। আপাতত বাংলা ৬১ রানে এগিয়ে, হাতে চার উইকেট।

বুধবার শুরু হয়েছে রনজি ট্রফির এলিট ও প্লেট স্তরের খেলা। ইডেনে মুখোমুখি হয়েছে বাংলা ও উত্তরাখণ্ড। বাংলার সুরজ সিন্ধু জয়সওয়ালের চার উইকেট এবং মহম্মদ শামি ও ঈশান পোড়েলের ৩টি করে উইকেটের সুবাদে উত্তরাখণ্ডের ইনিংস ২১৩ রানে গুটিয়ে যায়। একমাত্র সফল ব্যাটার বি লালওয়ানি। তিনি ৭১ রান করেন।

শামির বোলিং।

প্রথম দিন বাংলা ব্যাট করতে নেমে শূন্য রানেই হারায় অভিমন্যু ঈশ্বরনকে। ১ উইকেটে ৮ রান হাতে নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করে বাংলা। অভিমন্যু শূন্য রানে ফিরে যাওয়ায় চাপ ছিল দলের উপর। সেই চাপ দুর্দান্ত ভাবে সামাল দেন অপর ওপেনার সুদীপ চট্টোপাধ্যায়। দায়িত্ব নিয়ে খেললেন অভিজ্ঞ ব্যাটার। অন্য প্রান্তে উইকেট পড়তে থাকলেও একটা দিক তিনি ধরে থাকেন। সুদীপ ঘরামি করেন ১৫ রান। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ফিরে যান ৩৫ রান করে। উইকেটকিপার অভিষেক পোড়েল ২১ রান করে আউট হন। ৯৮ রানে ৪ উইকেট পড়ে যায় বাংলার।

ছ’নম্বরে নেমে সুদীপের সঙ্গে জুটি বাঁধেন সুমন্ত। দু’জনে মিলে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। পঞ্চম উইকেটে এই জুটি যোগ করে ১৫৬ রান। দুর্ভাগ্য সুদীপের। মাত্র দু’রানের জন্য শতরান থেকে বঞ্চিত হন। তাড়াহুড়ো করতে গিয়ে নিজের উইকেট খুইয়ে বসেন।

ব্যাট করছে বাংলা।

সুদীপ প্যাভিলিয়নে ফিরে গেলে রান তোলার দায়িত্ব নিজের কাঁধে নেন সুমন্ত। দিনের শেষ ওভারে বিশাল ভাট্টি আউট হওয়ার পর খেলা শেষ হয়ে যায়। বাংলার রান তখন ৬ উইকেটে ২৭৪। সুমন্ত ৮২ রানে অপরাজিত রয়েছেন।

শুক্রবার বাংলার চেষ্টা হবে প্রথম ইনিংসে লিড যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া। এখনও মহম্মদ শামি, সুরজ সিন্ধু জয়সওয়াল, আকাশদীপের ব্যাটিং বাকি। তাঁরাও ব্যাট করতে পারেন। তবে তার জন্য সুমন্তের ক্রিজে থাকা জরুরি। এখন দেখা যাক, শুক্রবার কতটা টানতে পারে বাংলা।।

ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...