Homeখেলাধুলোক্রিকেটসাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ রবিবার, রিঙ্কু সিংকে কী পরামর্শ দিলেন হেড...

সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ রবিবার, রিঙ্কু সিংকে কী পরামর্শ দিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়

প্রকাশিত

রবিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সাউথ আফ্রিকা সফর শুরু করবে ভারত। প্লেয়িং ইলেভেনে নির্বাচিত হলে সকলের চোখ থাকবে রিঙ্কু সিংয়ের দিকে। মারমুখী মেজাজে ব্যাট করার জন্য স্বভাবতই সবার মন কেড়ে নিয়েছেন তিনি। এ বার কাগিসো রাবাদাদের বিরুদ্ধে মাঠে নামার আগে হেড কোচ রাহুল দ্রাবিড় তাঁকে কী পরামর্শ দিলেন? সেটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রিঙ্কু।

বিসিসিআইয়ের একটি ভিডিয়োতে রিঙ্কু সিং বলেছেন, “এখানকার আবহাওয়া সুন্দর। এখানে আসার পর আমরা হাঁটতে গিয়েছিলাম এবং তারপর আমি নেটে গিয়েছিলাম। এই প্রথম আমি রাহুল দ্রাবিড়ের অধীনে প্রশিক্ষণ নিলাম এবং এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তিনি আমাকে বলেছিলেন যে আমি যা ছিলাম, তাতেই লেগে থাকতে। সেটাই করছি এবং আমার পদ্ধতিতে আস্থা রাখছি। দ্রাবিড় স্যার আমাকে বলেছিলেন যে পাঁচ নম্বরে খেলা কঠিন, কিন্তু আমাকে আমার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে বলেছেন। ঠান্ডা মাথায় খেলার পরামর্শ দিয়েছেন”।

সাউথ আফ্রিকার পিচ সম্পর্কে জানতে চাওয়া হলে রিঙ্কু বলেন, একেবারে আলাদা, তবে তিনি জানেন কী ভাবে পেসি এবং বাউন্সি উইকেটে খেলতে হয়। তাঁর কথায়, “সাউথ আফ্রিকায় এটা বেশ বাউন্সি। ভারতে আপনি এতটা বাউন্স পাবেন না, এটাও বেশ দ্রুত। আমি পেস ব্যবহার করতে চাই”।

ওই ভিডিয়োয় রিঙ্কু আরও বলেন, “আমি ২০১৩ সাল থেকে উত্তরপ্রদেশের হয়ে খেলেছি, সবসময়ই পাঁচ নম্বরে। সেখানে ব্যাট করা কঠিন কিন্তু আমি নিজেকে অনুপ্রাণিত করতে থাকি। তাই এখন আর অসুবিধা হয় না। “

১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১২, ১৪ ডিসেম্বর তিনটে টি-২০ ম্যাচ হবে। এরপর ১৭, ১৯, ২১ ডিসেম্বর হবে তিনটি ওডিআই ম্যাচ। ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম টেস্ট আর ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন: জনপ্রিয়তার নিরিখে ফের বিশ্বনেতাদের তালিকার শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।