Homeখেলাধুলোক্রিকেটআইপিএলে অনেক বেশি...শুভমন গিলের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

আইপিএলে অনেক বেশি…শুভমন গিলের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

প্রকাশিত

টিম ইন্ডিয়ার জন্য দুঃস্বপ্নের স্মৃতি হয়ে রইল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে ফাইনালের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে হারের মুখোমুখি হতে হল তাদের। ম্যাচের শেষে,অধিনায়ক রোহিত শর্মা মুখ খুললেন শুভমন গিলের বিতর্কিত আউট নিয়ে।

মোট ৪৪৪ রান তাড়া করে রবিবার ফাইনালে জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ২৮০ রান এবং সাত উইকেট হাতে। তবে, অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সম্পূর্ণ ভাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের উপর আধিপত্য বিস্তার করে। ২৩৪ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ম্যাচ শেষ হওয়ার পর, ভারত অধিনায়ক রোহিত শর্মা চতুর্থ দিনে স্কট বোল্যান্ডের ডেলিভারিতে ওপেনিং ব্যাটার শুভমন গিলের বিতর্কিত আউট নিয়ে মুখ খোলেন।

অষ্টম ওভারের প্রথম বলে স্কট বোল্যান্ডের বলটি গিলের ব্যাটের কানায় লেগে স্লিপের দিকে যায়। নিজের বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বলটি লুফে নেন ক্যামেরন গ্রিন। তবে শুভমন গিল ক্রিজ না ছেড়ে দাঁড়িয়ে থাকেন নিজের জায়গায়। এরপর মাঠের আম্পায়াররা ক্যাচের বৈধতা নির্ধারণের জন্য তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন। তৃতীয় আম্পায়ার গিলকে আউট দেন।

এই সিদ্ধান্তের বিষয়ে বলতে গিয়ে, রোহিত বলেন, রিচার্ড কেটলবোরো একটু দ্রুত সিদ্ধান্তে পৌঁছান এবং চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও রিপ্লে দেখা উচিত ছিল। তিনি আরও বলেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডব্লিউটিসি ফাইনালের চেয়ে অনেক বেশি ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে।

ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, “আমি শুধু হতাশ হয়েছি, এটা বললেই যথেষ্ট নয়। মানে, তৃতীয় আম্পায়ারের আরেকটু রিপ্লে দেখা উচিত ছিল। কী ভাবে ক্যাচটি ধরা হয়েছে, সেটা জানার জন্য আরও কয়েক বার রিপ্লে দেখা উচিত ছিল। আমার মনে হয় তিনি মাত্র তিন বা চারবার দেখেই আশ্বস্ত হয়ে গিয়েছিলেন। এটা শুধু আউট দেওয়া বা নট আউট করা হয়েছে তা নিয়ে নয়, আপনার যে কোনো বিষয়ে সঠিক এবং পরিষ্কার তথ্য থাকতে হবে। সেটা শুধু যে একটা ক্যাচের বিষয় তা নয়। আরও অনেক কিছুই হতে পারে। আমি সত্যিই কিছুটা হতাশ হয়েছিলাম, সিদ্ধান্তটা এত দ্রুত নেওয়া উচিত হয়নি।”

প্রসঙ্গত, গিলের ক্যাচটি ধরে যখন গ্রিন নিজের হাত সামনের দিকে আনেন, তখনই খুব সম্ভবত বলটি মাটিতে বা ঘাসে লাগে। এই কারণেই এই ক্যাচ নিয়ে এত বিতর্ক। রিচার্ড কেটলবরোর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ভারতীয় সমর্থকরাও। দিনের শেষে টুইট করে নিজের আউট নিয়ে থার্ড আম্পায়ারকে এক হাত নেন শুভমন গিল।

আরও পড়ুন: ২০৯ রানে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয় অস্ট্রেলিয়ার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

আরও পড়ুন

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...

অ্যাশেজে ভরাডুবির পর ম্যাককালামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, ইংল্যান্ড কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম প্রস্তাব মন্টি পানেসারের

খবর অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি হতাশাজনক সফরের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের...