Home খেলাধুলো আইপিএল আইপিএল ২০২৫: প্লে অফে জায়গা প্রায় পাকা করলেন কোহলিরা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র...

আইপিএল ২০২৫: প্লে অফে জায়গা প্রায় পাকা করলেন কোহলিরা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ২ রানে হারল ধোনির দল

জয়ের দুই কারিগর -- যশ দয়াল এবং রোমারিও শেফার্ড। ছবি Indian Premier League' X' থেকে নেওয়া।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২১৩-৫ (বিরাট কোহলি ৬২, জ্যাকব বেথেল ৫৫, রোমারিও শেফার্ড ৫৩, মাথিশা পথিরানা ৩-৩৬)

চেন্নাই সুপার কিংস: ২১১-৫ (আয়ুষ মাত্রে ৯৪, রবীন্দ্র জাদেজা ৭৭ নট আউট, লুঙ্গি এনগিডি ৩-৩০)

বেঙ্গালুরু: এক ‘অদ্ভুত’ হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ২ রানে হেরে গেল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আর ১১ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট সংগ্রহ করে প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

এই ম্যাচে স্মরণীয় হয়ে থাকল আরসিবির-র রোমারিও শেফার্ডের ঝোড়ো ব্যাটিং। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় চারশোর কাছাকাছি – ৩৭৮.৫৭। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন শেফার্ড। সিএসকে-র মাত্র ১৭ বছর বয়সি ব্যাটার আয়ুষ মাত্রে মাত্র ৬ রানের জন্য শতরানে বঞ্চিত হলেন। চেন্নাইয়ের ব্যাটিং-এর সময় বেঙ্গালুরুর যশ দয়াল যে দুর্ধর্ষ শেষ ওভারটি করলেন, তা মনে থাকবে দর্শকদের। তাঁর বোলিংয়ের জোরেই একেবারে শেষ মুহূর্তে জয় পেল আরসিবি।

আরসিবি-র ইনিংসে ওঠাপড়া

নানা কারণে এই ম্যাচকে ‘অদ্ভুত’ অভিধায় ভূষিত করা হল। শনিবার বেঙ্গালুরুর এম স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠায় সিএসকে। গোড়া থেকে যে ভাবে ব্যাট করছিলেন বিরাট কোহলি (৩৩ বলে ৬২ রান) এবং জ্যাকব বেথেল (৩৩ বলে ৫৫ রান) তাতে মনে হচ্ছিল আরসিবি সহজেই ২০০-র গণ্ডি পেরিয়ে যাবে। মাত্র ৯.৫ ওভারে দুজনে রান তোলেন ৯৭। কিন্তু ৯৭ রানে মাথিশা পথিরানার বলে বেথেল বিদায় নিতেই উইকেট পড়তে থাকল আরসিবির। রান ওঠার গতিও অনেক কমে গেল। পরবর্তী ৭.৫ ওভারে যোগ হল ৬০ রান।

শতরান থেকে ৬ রান দূরে থাকলেন আয়ুষ মাত্রে। ছবি Indian Premier League ‘X’ থেকে নেওয়া।

খেল দেখালেন শেফার্ড  

আরসিবি-র তখন ১৭.৪ ওভারে ১৫৭ রান। তখন আর কেউ আশা করছেন না, আরসিবি ২০০-র গণ্ডি পেরোবে। সেই সময়েই খেল দেখালেন রোমারিও শেফার্ড। মাত্র ২.২ ওভারে দলের স্কোরে যোগ করলেন ৫৬ রান। শেফার্ড করলেন ১৪ বলে ৫৩ রান, ৬টা ছয় আর ৪টে চার-সহ। অকল্পনীয়। সঙ্গী টিম ডেভিড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন শেফার্ডের ঝড়। আরসিবি শেষ করল ৫ উইকেটে ২১৩ রানে।

মাত্র ৬ রানের জন্য হতাশ আয়ুষ

সমানে সমানে লড়াই চালাল সিএসকে। মাত্র ১৭ বছরের আয়ুশ মাত্রে কী অসাধারণ ব্যাট করলেন। ৪৮ বলে করলেন ৯৪ রান, ৫টা ছয় আর ৯টা চারের সাহায্যে। ৪৫ বলে ৭৭ রান করে নট আউট থাকলেন রবীন্দ্র জাদেজা। শেষ ওভারে বল করছিলেন যশ দয়াল। তখনও জয় থেকে ১৫ রান দূরে চেন্নাই। লড়াইটা খুব সহজ নয়। যশের প্রথম বলে ১ রান নিলেন ধোনি। দ্বিতীয় বলে জাদেজা নিলেন ১ রান। দলের স্কোর তখন ২০১ রান। যশের বলে এলবিডব্লিউ আউট হলেন ধোনি। জাদেজার সঙ্গী হন শিবম দুবে। জয়ের জন্য তখনও দরকার ১৩ রান। হাতে মাত্র ৩ বল। সমীকরণ খুব কঠিন।

যশের বোলিং জয় আনল আরসিবি-র

যশের চতুর্থ বল হল নো বল। সেই বলে ছক্কা মারলেন শিবম। এল ৭ রান। হাতে আরও ৩ বল, জয়ের জন্য দরকার ৬ রান। সমীকরণ অনেকটা সহজ হয়ে গেল। সকলে তখন ধরেই নিয়েছে চেন্নাই জিতছে। কিন্তু পরের ৩টি বলই ইয়র্কার দিলেন যশ। অসাধারণ। ওই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে বল করা খুব কঠিন। শেষ ৩ বলে চেন্নাই করল ৩ রান। শেষ পর্যন্ত ২ রানে হেরে গেল ধোনির দল। কিন্তু দর্শকরা দেখলেন এক অকল্পনীয় লড়াই। এর নামই ক্রিকেট।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version