Homeখেলাধুলোক্রিকেটআইসিসি র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন শুভমন গিল, মোহম্মদ সিরাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন শুভমন গিল, মোহম্মদ সিরাজ

প্রকাশিত

আইসিসি ওডিআই ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন দুই ভারতীয় ক্রিকেটার। চলতি বিশ্বকাপে শুভমন গিলের দুর্দান্ত রান তাঁকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটারের স্থান পাইয়ে দিল। অন্য দিকে, বোলারদের ওডিআই র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করলেন মোহম্মদ সিরাজ।

উল্লেখযোগ্য ভাবে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দিয়ে গিল এক নম্বর স্থান করেন শুভমন। সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, এবং বিরাট কোহলির মতো গিল এখন ভারতের চতুর্থ খেলোয়াড় যিনি এক নম্বর ওডিআই ব্যাটার পজিশন ধরে রাখলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ২৩ রান করেছেন শুভমন। চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত ইভেন্টে ছয় ইনিংসে ২১৯ রান সংগ্রহ করেছেন তিনি।

অন্য দিকে, বিশ্বকাপে ভারতের হয়ে শেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন সিরাজ।

চলতি বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত লিগ পর্যায়ের আটটি ম্যাচ খেলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রত্যেকটাতেই অপরাজিত। শুধু শুভমন অথবা গিল নন, ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ই নিজের নিজের জায়গায় রাজত্ব করছেন। কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা এবং মোহম্মদ শামি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর তালিকায় রয়েছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এ বারের বিশ্বকাপে তাঁর ঝুলিতে রয়েছে ৫৪৩ রান।

আরও পড়ুন: ম্যাক্সওয়েলের অতিমানবীয় দ্বিশতরান, অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ আফগানিস্তানের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...