Home খেলাধুলো ক্রিকেট আইসিসি র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন শুভমন গিল, মোহম্মদ সিরাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন শুভমন গিল, মোহম্মদ সিরাজ

0

আইসিসি ওডিআই ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন দুই ভারতীয় ক্রিকেটার। চলতি বিশ্বকাপে শুভমন গিলের দুর্দান্ত রান তাঁকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটারের স্থান পাইয়ে দিল। অন্য দিকে, বোলারদের ওডিআই র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করলেন মোহম্মদ সিরাজ।

উল্লেখযোগ্য ভাবে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দিয়ে গিল এক নম্বর স্থান করেন শুভমন। সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, এবং বিরাট কোহলির মতো গিল এখন ভারতের চতুর্থ খেলোয়াড় যিনি এক নম্বর ওডিআই ব্যাটার পজিশন ধরে রাখলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ২৩ রান করেছেন শুভমন। চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত ইভেন্টে ছয় ইনিংসে ২১৯ রান সংগ্রহ করেছেন তিনি।

অন্য দিকে, বিশ্বকাপে ভারতের হয়ে শেষ কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন সিরাজ।

চলতি বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত লিগ পর্যায়ের আটটি ম্যাচ খেলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রত্যেকটাতেই অপরাজিত। শুধু শুভমন অথবা গিল নন, ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ই নিজের নিজের জায়গায় রাজত্ব করছেন। কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা এবং মোহম্মদ শামি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর তালিকায় রয়েছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এ বারের বিশ্বকাপে তাঁর ঝুলিতে রয়েছে ৫৪৩ রান।

আরও পড়ুন: ম্যাক্সওয়েলের অতিমানবীয় দ্বিশতরান, অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ আফগানিস্তানের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version