Homeখেলাধুলোক্রিকেটস্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত, হৃদরোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ক্রিকেটতারকার...

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত, হৃদরোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ক্রিকেটতারকার বাবা

মন্ধানা–মুচ্ছল যুগলের বিয়ে রবিবার, ২৩ নভেম্বর, স্মৃতির নিজ শহরে মহারাষ্ট্রের সাঙ্গলীতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হওয়ার কথা ছিল। গত দুই দিন ধরে মেহেন্দি, হলুদ, সঙ্গীত—সব অনুষ্ঠানই ছিল আনন্দময়।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটতারকা স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে হঠাৎ করেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কারণ, বিয়ের দিন সকালেই হৃদরোগের উপসর্গ দেখা দেওয়ায় স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানাকে দ্রুত মহারাষ্ট্রের সাঙ্গলীর সরভিত হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক ড. নমন শাহ জানিয়েছেন, বুকে বাঁ দিকের ব্যথা অনুভব করার পর দুপুর ১টা থেকে ১.৩০টার মধ্যে শ্রীনিবাস মন্ধানার হৃদরোগের মতো উপসর্গ দেখা দেয়। অবিলম্বে তাঁকে সরভিত হসপিটাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়। ড. শাহ বলেন, “তাঁর কার্ডিয়াক এনজাইম সামান্য বেড়েছে। ইকোতে নতুন কিছু পাওয়া না গেলেও তাকে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। প্রয়োজনে ধারাবাহিক ইসিজি মনিটরিং এবং অ্যানজিওগ্রাফি লাগতে পারে।”

তিনি আরও জানান যে, মেয়ের বিয়ের প্রস্তুতির শারীরিক ও মানসিক চাপও এই পরিস্থিতির পিছনে থাকতে পারে। বর্তমানে তার রক্তচাপ কিছুটা বেশি এবং তাঁকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।

স্মৃতি মন্ধানার ম্যানেজার তুহিন মিশ্র জানান, সকালে প্রাতরাশের সময়েই শ্রীনিবাস মন্ধানার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। “আমরা অপেক্ষা করছিলাম, যদি অবস্থা সামলে ওঠেন। কিন্তু ব্যথা আরও বাড়তে থাকে। ঝুঁকি নিতে চাইনি। তাই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হয়,” বলেন মিশ্র।

তিনি আরও জানান, “স্মৃতি তাঁর বাবার সঙ্গে খুবই ঘনিষ্ঠ। তাই স্বাভাবিকভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে বাবার সুস্থতা না ফেরা পর্যন্ত বিয়ে স্থগিত থাকবে।”

মন্ধানা–মুচ্ছল যুগলের বিয়ে রবিবার, ২৩ নভেম্বর, স্মৃতির নিজ শহরে মহারাষ্ট্রের সাঙ্গলীতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হওয়ার কথা ছিল। গত দুই দিন ধরে মেহেন্দি, হলুদ, সঙ্গীত—সব অনুষ্ঠানই ছিল আনন্দময়। এমনকি বিয়ে উপলক্ষে বরপক্ষ বনাম কনেপক্ষের একটি মজার ক্রিকেট ম্যাচও আয়োজন করা হয়েছিল।

স্মৃতির সতীর্থ জেমিমা রদ্রিগুয়েজ, রাধা যাদব, শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডী, শিবালি শিন্দে ও রিচা ঘোষও উৎসবে যোগ দেন। হলুদ অনুষ্ঠানে সতীর্থদের সঙ্গে স্মৃতির নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল।

সম্প্রতি স্মৃতি মন্ধানা ইনস্টাগ্রামে এক রিলের মাধ্যমে পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বাগদানের খবর জানান। তার কিছু দিন পরেই মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পলাশের চমকপ্রদ প্রস্তাব ভিডিও আলোচনায় আসে।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্মৃতির জীবনে নতুন অধ্যায়ের অপেক্ষায় ছিল সবাই। কিন্তু পরিবারের এই আকস্মিক পরিস্থিতির কারণে আপাতত বিয়ের আনন্দ থমকে গেল। পরিবারের সদস্য ও ভক্তরা সবাই শ্রীনিবাস মন্ধানার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ‘ধুরন্ধর’, বলিউডে নতুন রেকর্ড

রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ৩০ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে ₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাস তৈরি করল। বলিউডে এই নজির প্রথম।

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...