Home খেলাধুলো ক্রিকেট স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত, হৃদরোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ক্রিকেটতারকার...

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে স্থগিত, হৃদরোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ক্রিকেটতারকার বাবা

মন্ধানা–মুচ্ছল যুগলের বিয়ে রবিবার, ২৩ নভেম্বর, স্মৃতির নিজ শহরে মহারাষ্ট্রের সাঙ্গলীতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হওয়ার কথা ছিল। গত দুই দিন ধরে মেহেন্দি, হলুদ, সঙ্গীত—সব অনুষ্ঠানই ছিল আনন্দময়।

স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটতারকা স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে হঠাৎ করেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কারণ, বিয়ের দিন সকালেই হৃদরোগের উপসর্গ দেখা দেওয়ায় স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানাকে দ্রুত মহারাষ্ট্রের সাঙ্গলীর সরভিত হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক ড. নমন শাহ জানিয়েছেন, বুকে বাঁ দিকের ব্যথা অনুভব করার পর দুপুর ১টা থেকে ১.৩০টার মধ্যে শ্রীনিবাস মন্ধানার হৃদরোগের মতো উপসর্গ দেখা দেয়। অবিলম্বে তাঁকে সরভিত হসপিটাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়। ড. শাহ বলেন, “তাঁর কার্ডিয়াক এনজাইম সামান্য বেড়েছে। ইকোতে নতুন কিছু পাওয়া না গেলেও তাকে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। প্রয়োজনে ধারাবাহিক ইসিজি মনিটরিং এবং অ্যানজিওগ্রাফি লাগতে পারে।”

তিনি আরও জানান যে, মেয়ের বিয়ের প্রস্তুতির শারীরিক ও মানসিক চাপও এই পরিস্থিতির পিছনে থাকতে পারে। বর্তমানে তার রক্তচাপ কিছুটা বেশি এবং তাঁকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।

স্মৃতি মন্ধানার ম্যানেজার তুহিন মিশ্র জানান, সকালে প্রাতরাশের সময়েই শ্রীনিবাস মন্ধানার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। “আমরা অপেক্ষা করছিলাম, যদি অবস্থা সামলে ওঠেন। কিন্তু ব্যথা আরও বাড়তে থাকে। ঝুঁকি নিতে চাইনি। তাই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হয়,” বলেন মিশ্র।

তিনি আরও জানান, “স্মৃতি তাঁর বাবার সঙ্গে খুবই ঘনিষ্ঠ। তাই স্বাভাবিকভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে বাবার সুস্থতা না ফেরা পর্যন্ত বিয়ে স্থগিত থাকবে।”

মন্ধানা–মুচ্ছল যুগলের বিয়ে রবিবার, ২৩ নভেম্বর, স্মৃতির নিজ শহরে মহারাষ্ট্রের সাঙ্গলীতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হওয়ার কথা ছিল। গত দুই দিন ধরে মেহেন্দি, হলুদ, সঙ্গীত—সব অনুষ্ঠানই ছিল আনন্দময়। এমনকি বিয়ে উপলক্ষে বরপক্ষ বনাম কনেপক্ষের একটি মজার ক্রিকেট ম্যাচও আয়োজন করা হয়েছিল।

স্মৃতির সতীর্থ জেমিমা রদ্রিগুয়েজ, রাধা যাদব, শেফালি বর্মা, অরুন্ধতী রেড্ডী, শিবালি শিন্দে ও রিচা ঘোষও উৎসবে যোগ দেন। হলুদ অনুষ্ঠানে সতীর্থদের সঙ্গে স্মৃতির নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল।

সম্প্রতি স্মৃতি মন্ধানা ইনস্টাগ্রামে এক রিলের মাধ্যমে পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বাগদানের খবর জানান। তার কিছু দিন পরেই মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পলাশের চমকপ্রদ প্রস্তাব ভিডিও আলোচনায় আসে।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্মৃতির জীবনে নতুন অধ্যায়ের অপেক্ষায় ছিল সবাই। কিন্তু পরিবারের এই আকস্মিক পরিস্থিতির কারণে আপাতত বিয়ের আনন্দ থমকে গেল। পরিবারের সদস্য ও ভক্তরা সবাই শ্রীনিবাস মন্ধানার দ্রুত সুস্থতা কামনা করছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version