Homeখেলাধুলোক্রিকেটসৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের টি২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এর পর থেকেই সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলির তথাকথিত শত্রুতা সংবাদমাধ্যমে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যবস্তু হয়ে ওঠে।

প্রথমে ভারতীয় পুরুষ ক্রিকেটে টি২০ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। এর পর তাঁকে একদিনের ম্যাচে অধিনায়কত্ব সরিয়ে দেওয়া হলে কোহলি টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও অব্যাহতি নেন।

তবে কোহলি দাবি করেন, তিনি একদিনের ম্যাচে এবং টেস্টে  অধিনায়কত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন। এবং বিসিসিআই কখনোই তাঁকে টি২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেনি। কোহলির এই দাবি দেশের ক্রিকেটমহলকে হতবুদ্ধি করে তোলে।

সেই সময়ে তদানীন্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বারবার বলেছিলেন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলির সরে যাওয়ার ব্যাপারে তাঁর কোনো দায় নেই। বরং উলটে তিনি বলেন, তিনি কোহলিকে টি২০ দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে বলেছিলেন। কারণ নির্বাচকরা মনে করেন, সাদা বলের ক্রিকেটে একাধিক অধিনায়ক না থাকাই ভালো।

‘দাদা’ সে দিনও একই কথা বললেন। বললে, “অধিনায়কত্ব থেকে আমি বিরাটকে সরাইনি।” রিয়ালিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১০’-এ সৌরভ বলেন, “আমি এটা অনেক বার বলেছি। টি২০ দলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। তাই, ও এই সিদ্ধান্ত নেওয়ার পর আমি বলেছিলাম, ‘তুমি যদি টি২০ দলের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী না হও, তা হলে পুরো সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে তোমার সরে দাঁড়ানোই ভালো। সে ক্ষেত্রে একজন সাদা বলের ক্রিকেটে আর একজন লাল বলের ক্রিকেটে অধিনায়কত্ব করবে।”    

সৌরভ আরও বলেন, ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব করার ব্যাপারে রোহিত শর্মার আগ্রহ ছিল না। কিন্তু তিনি তাঁকে এই দায়িত্ব পালন করার ব্যাপারে রাজি করান।

সৌরভ বলেন, “ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অধিনায়কত্ব করার জন্য আমিই বলে-কয়ে রোহিত শর্মাকে রাজি করিয়েছিলাম। এ ক্ষেত্রে আমার কিছু অবদানও হয়তো আছে। কিন্তু ক্রিকেট প্রশাসন চালাচ্ছেন, সেটা কোনো বিষয় নেই। খেলোয়াড়রাই মাঠে পারফর্ম করেন। ভারতীয় ক্রিকেটকে আরও উন্নত করার জন্য আমাকে বিসিসিআই সভাপতি করা হয়েছিল। গোটা ব্যাপারটার এটা অতি ক্ষুদ্র অংশ।”

আরও পড়ুন   

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...