Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বিপর্যয় রুখে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন মিলার,...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: বিপর্যয় রুখে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে জেতালেন মিলার, স্টুব্‌স   

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নেদারল্যান্ডস: ১০৩-৯ (সিব্রান্ড এঙ্গেলব্রেশ্‌ট ৪০, লোগান ফান বিক ২৬, ওটনিল বার্টম্যান ৪-১১, আনরিখ নর্তজে ২-১৯)

দক্ষিণ আফ্রিকা: ১০৬-৬ (১৮.৫ ওভার) (ডেভিড মিলার ৫১, ট্রিস্টান স্টুব্‌স ৩৩, ভিভিয়ান কিংমা ২-১২, লোগান ফান বিক ২-২১)  

খবর অনলাইন ডেস্ক: ৪ উইকেটে ১২ রান। দলের সমর্থকদের চিন্তায় ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের দেওয়া ১০৪ রানের লক্ষ্যমাত্রা থেকে কি দক্ষিণ আফ্রিকা? শেষ পর্যন্ত আসল কাজটি সারলেন ট্রিস্টান স্টুব্‌স এবং ডেভিড মিলার। ডেভিড মিলার ৫১ বলে ৫৯ রান করে নট আউট থাকলেন। নির্ধারিত ২০ ওভারের ৭ বল বাকি থাকতে নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা।    

শনিবার ভারতীয় সময় রাত ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ‘ডি’-র ম্যাচে পর পর ২টি ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা।

৪৮ রানের মধ্যেই ৬ উইকেট  

টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মোকাবিলা করতে না পেরে ৪৮ রানের মধ্যেই ৬ উইকেট হারায় নেদারল্যান্ডস। ওটনিল বার্টম্যান, আনরিখ নর্তজে এবং মার্কো ইয়ানসেন উইকেটগুলি দখল করেন। সপ্তম উইকেটের জুটিতে ৫৪ রান যোগ করে দলের মুখ কিছুটা রক্ষা করেন সিব্রান্ড এঙ্গেলব্রেশ্‌ট (৪৫ বলে ৪০ রান) এবং লোগান ফান বিক (২২ বলে ২৩ রান)। ১০২ রানের মাথায় বার্টম্যানের বলে ইয়ানসেনকে ক্যাচ দিয়ে এঙ্গেলব্রেশ্‌ট আউট হতেই আবার বিপর্যয় ঘনিয়ে আসে। ১০২ রানেই আউট হন টিম প্রিঙ্গল এবং ১০৩ রানের মাথায় আউট হন লোগান ফান বিক। ততক্ষণে নির্ধারিত ২০ ওভারও শেষ।

৪ উইকেটে ১২ রান থেকে এল জয়      

জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে বিশাল বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। এর মধ্যে দলের অন্যতম ওপেনার কুইন্টন ডি কক খাতা খোলার আগেই রান আউট হন। আর-এক ওপেনার রিজা হেনড্রিক্স লোগান ফান বিকের বলে বোল্ড হন। আইডেন মার্করামও শূন্য রানে বিদায় নেন ভিভিয়ান কিংমার বলে স্কট এডোয়ার্ডসকে ক্যাচ দিয়ে। চতুর্থ ব্যাটার হাইনরিখ ক্লাসেন ৭ বলে ৪ রান করে বাস ডে লিডের বলে ফান বিকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

এর পর দলকে বিপদ থেকে টেনে তোলেন ট্রিস্টান স্টুব্‌স এবং ডেভিড মিলার। পঞ্চম উইকেটে তাঁরা যোগ করেন ৬৫ রান। দলের ৭৭ রানের মাথায় স্টুব্‌স ডে লিডের বলে ফান বিককে ক্যাচ দিয়ে বিদায় নেন। ক্রিজে আসেন মার্কো ইয়ানসেন। দলের ৮৮ রানে ইয়ানসেন বিদায় নিতে মিলারের সঙ্গী হন কেশব মহারাজ। বাকি কাজটা কার্যত একাই সাঙ্গ করেন ডেভিড মিলার (৫১ বলে ৫৯)। দলকে পৌঁছে দেন ১০৬ রানে। শেষ পর্যন্ত ৪ উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন ডেভিড মিলার।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশকে জয় এনে দিলেন রিশাদ, মুস্তাফিজুর, হৃদয় আর মহমুদুল্লাহ 

সাম্প্রতিকতম

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, জামাইকায় শেষ বারের মতো দেশের জার্সিতে মাঠে নামবেন আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে জানাচ্ছেন বিদায়। জামাইকার সাবাইনা পার্কেই হবে তাঁর শেষ ম্যাচ।

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শেষ দুই উইকেটে অদম্য লড়াই জাদেজা-বুমরাহ-সিরাজের, তবু জয় অধরাই থাকল

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...