নেদারল্যান্ডস: ১০৩-৯ (সিব্রান্ড এঙ্গেলব্রেশ্ট ৪০, লোগান ফান বিক ২৬, ওটনিল বার্টম্যান ৪-১১, আনরিখ নর্তজে ২-১৯)
দক্ষিণ আফ্রিকা: ১০৬-৬ (১৮.৫ ওভার) (ডেভিড মিলার ৫১, ট্রিস্টান স্টুব্স ৩৩, ভিভিয়ান কিংমা ২-১২, লোগান ফান বিক ২-২১)
খবর অনলাইন ডেস্ক: ৪ উইকেটে ১২ রান। দলের সমর্থকদের চিন্তায় ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের দেওয়া ১০৪ রানের লক্ষ্যমাত্রা থেকে কি দক্ষিণ আফ্রিকা? শেষ পর্যন্ত আসল কাজটি সারলেন ট্রিস্টান স্টুব্স এবং ডেভিড মিলার। ডেভিড মিলার ৫১ বলে ৫৯ রান করে নট আউট থাকলেন। নির্ধারিত ২০ ওভারের ৭ বল বাকি থাকতে নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা।
শনিবার ভারতীয় সময় রাত ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ‘ডি’-র ম্যাচে পর পর ২টি ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা।
৪৮ রানের মধ্যেই ৬ উইকেট
টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মোকাবিলা করতে না পেরে ৪৮ রানের মধ্যেই ৬ উইকেট হারায় নেদারল্যান্ডস। ওটনিল বার্টম্যান, আনরিখ নর্তজে এবং মার্কো ইয়ানসেন উইকেটগুলি দখল করেন। সপ্তম উইকেটের জুটিতে ৫৪ রান যোগ করে দলের মুখ কিছুটা রক্ষা করেন সিব্রান্ড এঙ্গেলব্রেশ্ট (৪৫ বলে ৪০ রান) এবং লোগান ফান বিক (২২ বলে ২৩ রান)। ১০২ রানের মাথায় বার্টম্যানের বলে ইয়ানসেনকে ক্যাচ দিয়ে এঙ্গেলব্রেশ্ট আউট হতেই আবার বিপর্যয় ঘনিয়ে আসে। ১০২ রানেই আউট হন টিম প্রিঙ্গল এবং ১০৩ রানের মাথায় আউট হন লোগান ফান বিক। ততক্ষণে নির্ধারিত ২০ ওভারও শেষ।
৪ উইকেটে ১২ রান থেকে এল জয়
জয়ের জন্য ১০৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে বিশাল বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। এর মধ্যে দলের অন্যতম ওপেনার কুইন্টন ডি কক খাতা খোলার আগেই রান আউট হন। আর-এক ওপেনার রিজা হেনড্রিক্স লোগান ফান বিকের বলে বোল্ড হন। আইডেন মার্করামও শূন্য রানে বিদায় নেন ভিভিয়ান কিংমার বলে স্কট এডোয়ার্ডসকে ক্যাচ দিয়ে। চতুর্থ ব্যাটার হাইনরিখ ক্লাসেন ৭ বলে ৪ রান করে বাস ডে লিডের বলে ফান বিকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
এর পর দলকে বিপদ থেকে টেনে তোলেন ট্রিস্টান স্টুব্স এবং ডেভিড মিলার। পঞ্চম উইকেটে তাঁরা যোগ করেন ৬৫ রান। দলের ৭৭ রানের মাথায় স্টুব্স ডে লিডের বলে ফান বিককে ক্যাচ দিয়ে বিদায় নেন। ক্রিজে আসেন মার্কো ইয়ানসেন। দলের ৮৮ রানে ইয়ানসেন বিদায় নিতে মিলারের সঙ্গী হন কেশব মহারাজ। বাকি কাজটা কার্যত একাই সাঙ্গ করেন ডেভিড মিলার (৫১ বলে ৫৯)। দলকে পৌঁছে দেন ১০৬ রানে। শেষ পর্যন্ত ৪ উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন ডেভিড মিলার।
আরও পড়ুন