সাউথ আফ্রিকা: ১৯৪-৪ (কুইন্টন ডি কক ৭৪, আইডেন মার্করাম ৪৬, সৌরভ নেত্রবলকর ২-২১, হরমিত সিং ২-২৪)
মার্কিন যুক্তরাষ্ট্র: ১৭৬-৬ (আন্দ্রিস গৌস ৮০ নট আউট, হরমিত সিং ৩৮, কাগিসো রাবাদা ৩-১৮)
খবর অনলাইন ডেস্ক: ভালোই লড়াই করল মার্কিন যুক্তরাষ্ট্র। সাউথ আফ্রিকার ৪ উইকেটে ১৯৪ রানের জবাবে তারা করল ৬ উইকেটে ১৭৬ রান। মাত্র ১৮ রানে হেরে গেল তারা। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন কুইন্টন ডি কক।
বুধবার অ্যান্টিগুয়া স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার ৮ রাউন্ডের ম্যাচ শুরু হয়। প্রথম খেলা ছিল গ্রুপ ‘২’-এর সাউথ আফ্রিকা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র। টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সুযোগকে পুরো কাজে লাগিয়ে সাউথ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে করে ৪ উইকেটে ১৯৪। দলের অধিনায়ক কুইন্টন ডি কক, আইডেন মার্করাম এবং হাইনরিখ ক্লাসেনের ব্যাটিং-এর সুবাদে সাউথ আফ্রিকা এই রানে পৌঁছোতে সক্ষম হয়।
দ্বিতীয় উইকেটের জুটিতে ১১০ রান
১৬ রানের মাথায় রিজা হেনড্রিক্সকে হারালেও দমে যায়নি সাউথ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে বড়োসড়ো পার্টনারশিপ তৈরি করেন কুইন্টন ডি কক এবং আইডেন মার্করাম। তাঁরা দ্বিতীয় উইকেটে ১১০ রান যোগ করেন। ব্যাটিং-এ ঝড় তুলে ৪০ বলে ৭৪ রান করে হরমিত সিং-এর শায়ন জাহাঙ্গিরকে ক্যাচ দিয়ে বিদায় নেন কুইন্টন ডি কক। নতুন ব্যাটার ডেভিড মিলার হরমিতের পরের বলেই তাঁরই হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আইডেন মার্করামের সঙ্গী হন হাইনরিখ ক্লাসেন।
তুর্থ উইকেটে মাত্র ১৫ রান যোগ হওয়ার পরে সৌরভ নেত্রবলকরের বলে আলি খানকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মার্করাম। ৩২ বলে তিনি করেন ৪৬। এর পর ক্লাসেন এবং ট্রিস্টান স্টুব্স অবিচ্ছেদ্য থেকে দলের রান পৌঁছে দেন ১৯৪-এ। ২২ বলে ৩৬ করে ক্লাসেন এবং ১৬ বলে ২০ করে স্টুব্স নট আউট থাকেন।
আগাগোড়া নট আউট আন্দ্রিস গৌস
জয়ের জন্য প্রয়োজনীয় রান তাড়া করতে গিয়ে অন্যতম ওপেনার আন্দ্রিস গৌস আগাগোড়া নট আউট থাকলেন। তিনি একদিকে উইকেট ধরে রেখে খেলে গেলেন। অন্যদিকে উইকেট পড়তে থাকল। ৭৬ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। সাউথ আফ্রিকার আক্রমণের মুখে স্টিভেন টেলর ছাড়া কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। টেলর ১৪ বলে ২৪ রান করে কাগিসো রাবাদার বলে ক্লাসেনকে ক্যাচ দিয়ে আউট হন।
৭৬ রানে শায়ন জাহাঙ্গির বিদায় নেওয়ার পর আন্দ্রিস গৌসের সঙ্গী হন হরমিত সিং। ষষ্ঠ উইকেটে তাঁরা যোগ করেন ৯১ রান। দলের ১৬৭ রানের মাথায় হরমিত (২২ বলে ৩৮ রান) বিদায় নিলে জয়ের জন্য তখনও দরকার ছিল ২৮ রান। হাতে ছিল ১১ বল। চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয়ে পৌঁছোল না মার্কিন যুক্তরাষ্ট্র। ৬ উইকেটে ১৭৬ করে তারা থেমে গেল। হার মানল ১৮ রানে।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: গুরুত্বহীন ম্যাচে আফগানিস্তানকে দুরমুশ করল ওয়েস্ট ইন্ডিজ