Home খেলাধুলো ক্রিকেট “কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে?”, কেন এ কথা বললেন দক্ষিণ...

“কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে?”, কেন এ কথা বললেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার  

0
সূর্যকুমারের ব্যাটিং তাণ্ডব। ছবি সৌজন্যে এমআই 'এক্স' হ্যান্ডেল।

খবর অনলাইন ডেস্ক: “কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে? এই মানুষটা একেবারে আলাদা। একদম আলাদা।” টি২০ ফরম্যাটে সূর্যকুমার যাদবের কাণ্ডকারখানা দেখে এই মন্তব্য করেছেন ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র প্রাক্তন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ওয়েন পারনেল।

সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত আইপিএল-এর মুম্বই ইন্ডিয়ান্স-এর সূর্যকুমার সানরাইজার্স হায়দরাবাদ-এর বিরুদ্ধে ৫১ বলে ১০২ রান করে নট আউট থাকেন। তাঁর রানে ছিল ১২টা চার আর ৬টা ছয়। সানরাইজার্স হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে করেছিল ৮ উইকেটে ১৭৩ রান। জয়ের লক্ষ্যমাত্রা খুব বেশি ছিল না – ১৭৪ রান। কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে মাত্র ৩১ রানের মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স তিনজনকে হারায় – রোহিত শর্মা (৪), ঈশান কিষান (৯) এবং নমন ধীর (০)। এর পর তিলক বর্মাকে সঙ্গী করে খেলার মোড় একেবারে ঘুরিয়ে দেন সূর্যকুমার যাদব। ঠিক ২০০ স্ট্রাইক রেটে ৫১ বলে ১০২ রান করে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের মুখ দেখিয়ে দেন।

রোহিত শর্মার পরে সূর্যকুমার যাদব হলেন দ্বিতীয় ব্যাটার যিনি আইপিএল-এ দুটি সেঞ্চুরি করলেন। একই সঙ্গে টি২০ ফরম্যাটে ভারতীয়দের করা সেঞ্চুরির সংখ্যায় সূর্যকুমার ছুঁলেন কে এল রাহুল এবং ঋতুরাজ গায়কোওয়াড়কে। তিনজনেই ৬টি করে সেঞ্চুরি করেছেন।

টি২০ ফরম্যাটে ভারতীয়দের করা সেঞ্চুরির সংখ্যায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তিনি করেছেন ৯টি সেঞ্চুরি। এর পরে আছেন রোহিত শর্মা। টি২০-তে তিনি ৮টি সেঞ্চুরি করেছেন। এর পরেই ওই তিনজন – কে এল রাহুল, ঋতুরাজ গায়কোওয়াড় এবং সূর্যকুমার যাদব। সোমবার সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডব দেখেই ওই মন্তব্য করেছিলেন ফাস্ট বোলার ওয়েন পারনেল।

সূর্যকুমার যাদবকে নিয়ে পিটিআই-এর সাক্ষাৎকারে যা বললেন ব্রায়েন লারা

আরও পড়ুন

৪X৪০০ মিটার রিলে দৌড়ে ভারতের পুরুষ ও মহিলা দল প্যারিস অলিম্পিক্সে যাচ্ছে  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version