Homeখেলাধুলোক্রিকেটলারার বিশ্বরেকর্ডের কাছে এসেও ইনিংস ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান...

লারার বিশ্বরেকর্ডের কাছে এসেও ইনিংস ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার, কেন?

প্রকাশিত

শ্রয়ণ সেন

একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট।

তিনিই দলের অধিনায়ক। তিনি দলের স্কোরকে কত দূর নিয়ে যাবেন, সেটা তাঁর সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত নিতে গিয়ে নিজেকে যদি কিছু কঠিন পথ নিতে হয়, সেটাও তাঁর ব্যাপার। তাঁর কাছে সুযোগ ছিল সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলার। কিন্তু তিনি সেটা করলেন না। ঠান্ডা মাথায় যে কাজ করলেন, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। কেউই ভাবতেও পারেননি, এ রকমটা হতে পারে। তিনি উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পরিবর্ত অধিনায়ক।

জিম্বাবোয়েতে ক্রিকেট সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেখানকার বুলাওয়াও-তে চলছে দ্বিতীয় টেস্ট। এই টেস্ট অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয়। তাই দলের আদত অধিনায়ক টেম্বা বাভুমা খেলছেন না। দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে উইয়ান মুলডারকে।

সোমবার দ্বিতীয় দিনের খেলায় দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬২৬ করে মধ্যাহ্নভোজনে যায়। মুল্ডার তখন ৩৬৭ রানে ব্যাট করছেন। সকলে অপেক্ষা করছেন, কতক্ষণে লারার রেকর্ড ভাঙবেন মুল্ডার। কিন্তু সকলকে অবাক করে মধ্যাহ্নভোজনের বিরতিতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন মুল্ডার। অর্থাৎ ৩৬৭ রানেই থেমে গেলেন তিনি। টেস্টে ব্রায়ান লারার বিশ্বরেকর্ড থেকে মাত্র ৩৩ রান দূরে। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে করা লারার ৪০০ রানের নজির অক্ষত থেকে গেল।  

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুলডার চাইলেই আজ ব্রায়ান লারার চারশোর রেকর্ড ভেঙে দিতে পারতেন। এমন নয়, যে তিনি আরও ৪৩ রান করে ফেললে ডিক্লারেশনে অযথা দেরি করছেন বলে অভিযোগ উঠত! কারণ দুর্বল জিম্বাবোয়েকে হারাতে এমনিতেই দক্ষিণ আফ্রিকার দিনতিনেকের বেশি লাগার কথা নয়। তবুও এত কাছে এসে তিনি থেমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কেন?

আমার মনে হয়েছিল, ব্রায়ান লারা, স্যার গ্যারি সোবার্স, ম্যাথু হেডেন, হানিফ মহম্মদ, মাহেলা জয়বর্ধনের মতো কিংবদন্তিদের তৈরি করা রেকর্ড ভেঙে দিতে চাননি। আমার এই ধারণা পরে সত্যি প্রমাণ হল।

দিনের খেলাশেষে মুল্ডারকে প্রশ্ন করা হয় ডিক্লেয়ার করা নিয়ে। প্রোটিয়ার অধিনায়ক বলেন, “ব্রায়ান লারা একজন কিংবদন্তি। ওর মতো মাপের একজন ক্রিকেটারের কাছে যোগ্য ভাবেই এই নজির থাকা উচিত। যদি আবার আমার কাছে এই সুযোগ আসে, আমি একই কাজ করব। শুক্‌সের (দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড) সঙ্গে আলোচনা করেছিলাম। ও-ও বলল, লারা কিংবদন্তি বলেই নজিরটা ওঁর নামের পাশেই থাকা উচিত।”

উইয়ান মুল্ডারকে আজকের আগে খুব ক্রিকেটপ্রেমীরা খুব একটা কেউ চিনত বলে মনে হয় না। কিন্তু এবার তাঁর পরিচিতি যে বহু গুণ বাড়বে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: আকাশ দীপের ৬ উইকেট, ৩৩৬ রানে জিতে সিরিজে সমতা ফেরালেন শুভমনরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...