Home খেলাধুলো ক্রিকেট ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: ওয়েলালাগে-ভ্যান্ডারসে-থিকসানার স্পিনে কুপোকাত রোহিতবাহিনী      

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: ওয়েলালাগে-ভ্যান্ডারসে-থিকসানার স্পিনে কুপোকাত রোহিতবাহিনী      

0
ছবি 'এক্স' থেকে নেওয়া।

শ্রীলঙ্কা: ২৪৮-৭ (অভিশকা ফার্নান্দো ৯৬, কুশল মেন্ডিস ৫৯, রিয়ান পরাগ ৩-৫৪, ওয়াশিংটন সুন্দর ১-২৯)  

ভারত: ১৩৮ (২৬.১ ওভার) (রোহিত শর্মা ৩৫, ওয়াশিংটন সুন্দর ৩০, দুনিথ ওয়েলালাগে ৫-২৭, জেফ্রি ভ্যান্ডারসে ২-৩৪)

খবর অনলাইন ডেস্ক: ক্রিকেটে এমন নাকানিচোবানি খেয়ে হার ভারতের এর আগে কবে হয়েছে তা স্মরণে আসে না। বিশ্ব র‍্যাঙ্কিং-এ সাত নম্বরে থাকা দলের স্পিন আক্রমণের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করল বিশ্ব র‍্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা দলটি। সিরিজের তৃতীয় ম্যাচে রোহিতবাহিনীকে ১১০ রানে হারিয়ে ২৭ বছরে এই প্রথম ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ জিতল শ্রীলঙ্কা।   

শ্রীলঙ্কা সফরে এসে গত এক সপ্তাহে ৩টি একদিনের ম্যাচে স্পিন আক্রমণকে রুখতেই পারল না ভারত। মোট ২৭টি উইকেট হারাল স্পিন বোলিং-এর কাছে। এ দিনও তার অন্যথা হল না। ভারতের ৯টি উইকেটই তুলে নিলেন শ্রীলঙ্কার তিন স্পিনার – দুনিথ ওয়েলালাগে (২৭ রানে ৫ উইকেট), জেফ্রি ভ্যান্ডারসে (৩৪ রানে ২ উইকেট) এবং মহিশ থিকসানা (৪৫ রান দিয়ে ২ উইকেট)। উল্লেখ্য, এর আগের একদিনের ম্যাচে খেল দেখিয়েছিলেন জেফ্রি ভ্যান্ডারসে। মাত্র ৩৩ রান দিয়ে ৬টি উইকেট দখল করেছিলেন তিনি।

ভারতের ৫৩-২ থেকে ১০১-৮

বুধবার কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে আয়োজিত ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা। অভিশকা ফার্নান্দোর ৯৬, কুশল মেন্ডিসের ৫৯ এবং পথুম নিসঙ্কের ৪৫ রানের সুবাদে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৪৭ রান। ২৪৯ রানের লক্ষ্যমাত্রা ভারতের কাছে খুব কঠিন ছিল না এবং অধিনায়ক রোহিত শর্মা ও শুবমন গিল যেভাবে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল ভারত বোধহয় সিরিজে সমতা ফেরাবে। কিন্তু বিধি বাম।

৪.২ ওভারে ভারতের ওঠে বিনা উইকেটে ৩৭। রান উঠছিল খুব দ্রুত গতিতে, মূলত রোহিতের ব্যাটিং-এর জোরে। কিন্তু ৩৭ রানের মাথায় অসিত ফার্নান্দোর বলে বোল্ড হলেন গিল ১৪ বলে ৬ রান করে। এটি উইকেটটিই একমাত্র গেল ফাস্ট বোলারের ঝুলিতে। এর পরেই শুরু হল স্পিনারদের খেল। ওয়েলালাগের বলে কামিন্দু মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত ২০ বলে ৩৫ রান করে।

রোহিত চলে যেতেই ভারতের ইনিংসে নামল ধস। মাত্র ৫.৪ ওভারে আরও ৬ উইকেট হারিয়ে ভারত যোগ করল ৪৮ রান। ২ উইকেটে ৫৩ থেকে ৮ উইকেটে ১০১। আউট হয়ে গেলেন ঋষভ পন্থ, বিরাট কোহলি, অক্ষর পটেল, শ্রেয়স আইয়ার, রিয়ান পরাগ এবং শিবম দুবে। এর পর কিছুটা ঠেকনা দিলেন ওয়াশিংটন সুন্দর, করলেন ২৫ বলে ৩০ রান। শেষ পর্যন্ত ১৩৮ রানের মাথায় পর পর বলে ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। মাত্র ২৬.১ ওভারে মুড়িয়ে গেল ভারতের ইনিংস। এটাও বোধহয় একটা রেকর্ড।           

৪ রানের জন্য শতরানে বঞ্চিত ফার্নান্দো

এর আগে শ্রীলঙ্কা তাদের ইনিংস ভালোই শুরু করেছিল, যদিও রান ওঠার গতি ছিল বেশ কম। প্রথম উইকেটের জুটিতে পথুম নিসঙ্ক এবং অভিশকা ফার্নান্দো ১৯.৫ ওভারে ৮৯ রান যোগ করেন। নিজের ৪৫ রানের মাথায় অক্ষর পটেলের বলে ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান নিসঙ্ক।

ফার্নান্দোর সঙ্গী হন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটের জুটিতে যোগ হয় ১৫.৪ ওভারে যোগ হয় ৮২ রান। রান ওঠার গতি কিছুটা বাড়ে। মাত্র ৪ রানের জন্য শতরানে বঞ্চিত হন ফার্নান্দো। দলের ১৭১ রানের মাথায় আউট হয়ে যান তিনি। রিয়ান পরাগ তাঁকে এলবিডব্লিউ করেন।

শ্রীলঙ্কা যেভাবে ব্যাট শুরু করেছিল, তাতে মনে হয়েছিল ভারতের সামনে তারা এদিন বেশ বড়ো লক্ষ্যমাত্রা রাখবে। কিন্তু দ্বিতীয় উইকেট পড়ার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। বাকি ১৪.৩ ওভারে তারা যোগ করে ৭৭ রান, বিনিময়ে হারায় ৫টি উইকেট। কুশল মেন্ডিস (৮২ বলে ৫৯ রান) এবং কামিন্দু মেন্ডিস (১৯ বলে ২৩ রান নট আউট) ছাড়া আর কোনো ব্যাটার ভারতীয় বোলারদের সেভাবে মোকাবিলা করতে পারেননি। ৭ উইকেটে ২৪৮ রানে তাদের ইনিংস শেষ হয়। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল রিয়ান পরাগ। তিনি ৫৪ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।

শেষ পর্যন্ত ২৭ বছর পর ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ দখল করে ইতিহাস সৃষ্টি করল শ্রীলঙ্কা। এদিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন অভিশকা ফার্নান্দো। আর ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হলেন দুনিথ ওয়েলালাগে।

আরও পড়ুন

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: খেল দেখালেন ভ্যান্ডারসে, তিন বছরে এই প্রথম তাঁর দল হারাল রোহিতদের 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version