Home খেলাধুলো ক্রিকেট ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: খেল দেখালেন ভ্যান্ডারসে, তিন বছরে এই প্রথম তাঁর দল...

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: খেল দেখালেন ভ্যান্ডারসে, তিন বছরে এই প্রথম তাঁর দল হারাল রোহিতদের    

0
খেল দেখালেন জেফ্রি ভ্যান্ডারসে। ছবি Sri Lanka Cricket ‘X’ থেকে নেওয়া।

শ্রীলঙ্কা: ২৪০-৯ (অভিশকা ফার্নান্দো ৪০, কামিন্দু মেন্ডিস ৪০, ওয়াশিংটন সুন্দর ৩-৩০, কুলদীপ যাদব ২-৩৩)

ভারত: ২০৮ (৪২.২ ওভার) (রোহিত শর্মা ৬৫, অক্ষর পটেল ৪৪, জেফ্রি ভ্যান্ডারসে ৬-৩৩, চরিত অসলঙ্কা ৩-২০)     

খবর অনলাইন ডেস্ক: প্রায় অবিশ্বাস্য ফল। দুর্দান্ত শুরু করেছিলেন রোহিত শর্মা আর শুবমন গিল। ১৩.২ ওভার খেলা হয়েছে, ভারতের রান বিনা উইকেটে ৯৭। বল করছেন জেফ্রি ভ্যান্ডারসে। তাঁর দ্বিতীয় ওভার। ওভারের তৃতীয় বল। পথুম নিশঙ্ককে ক্যাচ দিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা আউট। লেগব্রেক বোলার ভ্যান্ডারসের মোকাবিলাই করতে পারলেন না ভারতের ব্যাটাররা। ৯৭-০ থেকে ভারত চলে গেল ১৪৭-৬-এ। ৬টি উইকেটই তুলে নিলেন ভ্যান্ডারসে।

রবিবার কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে তারা করে ৯ উইকেটে ২৪০ রান। জবাবে ভারত ৭.৪ ওভার বাকি থাকতে ২০৮ রানে অল আউট হয়ে যায়। বল হাতে ভেলকি দেখানোর জন্য জেফ্রি ভ্যান্ডারসে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন।    

আগের ম্যাচে টাই করেছিল শ্রীলঙ্কা। ভারতের সমর্থকরা বিস্মিত হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচের পর ঘোর কাটছে না ভারতের সমর্থকদের। একদিনের ম্যাচে আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকা ভারতের হঠাৎ কী হল যে শ্রীলঙ্কার কাছে হেরে বসল। আইসিসি র‍্যাঙ্কিং-এ শ্রীলঙ্কার অবস্থান সাত নম্বরে। সেই দলের কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে হারল ভারত। তিন বছরে এই প্রথম ভারতকে হারাল শ্রীলঙ্কা।

অভিশকা, কুশল, দুনিত, কামিন্দুর ব্যাটে রান

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অন্যতম ওপেনার পথুম নিশঙ্ক খাতা খোলার আগেই মহম্মদ সিরাজের বলে উইকেটকিপার কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। শূন্য রানে প্রথম উইকেট চলে গেলে শক্ত হাতে ব্যাট ধরেন আর-এক ওপেনার অভিশকা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস। তাঁরা দলের রান নিয়ে যান ৭৫-এ।

৬২ বলে ৪০ করে ওয়াশিংটন সুন্দরের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে অভিশকা ফার্নান্দো ফিরে যেতেই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। দলের ১৩৬ রানের মধ্যে আরও ৪টি উইকেট পড়ে যায়। একে একে আউট হয়ে যান কুশল মেন্ডিস (৪২ বলে ৩০ রান), সদিরা সমরবিক্রম (৩১ বলে ১৪ রান), জানিথ লিয়ানাগে (২৯ বলে ১২ রান) এবং চরিত অসলঙ্কা (৪২ বলে ২৫ রান)। এর মধ্যে ২টি উইকেটই তুলে নেন সুন্দর।

দলের রান ৬ উইকেটে ১৩৬। এখান থেকে দলের হাল ধরেন দুনিত ওয়েলালাগে এবং কামিন্দু মেন্ডিস। সপ্তম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৭২ রান। দলের ২০৮ রানের মাথায় কুলদীপ যাদবের বলে শিবম দুবেকে ক্যাচ দিয়ে আউট হন ওয়েলালাগে (৩৫ বলে ৩৯ রান)। শেষ পর্যন্ত ৫০ ওভারে দলের স্কোর পৌঁছোয় ২৪০-এ। ৪৪ বলে ৪০ রান করে রান আউট হন কামিন্দু মেন্ডিস দলের ২৩৯ রানের মাথায়। পরের বল অর্থাৎ ৫০ তম ওভারের শেষ বলে রান আউট হন আকিলা ধনঞ্জয় (১৩ বলে ১৫ রান)।

৪৬ বল বাকি থাকতেই আত্মসমর্পণ ভারতের

জয়ের জন্য দরকার ২৪১ রান। দারুণ শুরু করলেন অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক শুবমন গিল। এঁদের মধ্যে বেশি মারকুটে ছিলেন রোহিত। একেবারে টি২০ ধাঁচের খেলা। ১৩ ওভারে তুলে ফেললেন ৯৫ রান। রোহিতের ৪২ বলে ৬৩ রান। এর মধ্যে ৪টে ছয়, ৫টা চার। নিজের দ্বিতীয় ওভার বল করতে এলেন জেফ্রি ভ্যান্ডারসে। প্রথম বলে ১ রান নিলেন রোহিত। দ্বিতীয় বলে ১ রান নিলেন শুবমন। তৃতীয় বলে আবার ভ্যান্ডারসের সামনে রোহিত। বল ছিল লেগ স্টাম্পের উপরে। ব্যাটে-বলে করলেন রোহিত। ক্যাচ উঠে গেল। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ডান দিকে ছুটে গিয়ে দুর্দান্ত ছুটে গেলেন নিশঙ্ক। রোহিত আউট।

সেই শুরু। এর পর ভ্যান্ডারসে পর পর তুলে নিলেন শুবমন গিল (কামিন্দু মেন্ডিসকে ক্যাচ), শিবম দুবে (এলবিডব্লিউ), বিরাট কোহলি (এলবিডব্লিউ), শ্রেয়স আইয়ার (এলবিডব্লিউ) এবং কেএল রাহুলকে (বোল্ড)। ৯৭-০ থেকে ১৪৭-৬। এর পর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন অক্ষর পটেল (৪৪ বলে ৪৪ রান) এবং ওয়াশিংটন সুন্দর।

সপ্তম উইকেটে যোগ হয় ৩৮ রান। দলের ১৮৫ রানে চরিত অসলঙ্কার বলে তাঁকেই ক্যাচ দিয়ে অক্ষর আউট হয়ে যান। এর পর বাকি ৩ উইকেটে ২৩ রান যোগ করে ভারত। ইনিংসে ৪৬ বল বাকি থাকতেই আত্মসমর্পণ করে তারা।

আরও পড়ুন

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: ওয়েলালাগের ব্যাট আর অসলঙ্কার বলের জোরে প্রথম ম্যাচ টাই   

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version