Homeখেলাধুলোক্রিকেটবিশ্বের প্রবীণতম ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’ রুসি কুপারের জীবনাবসান

বিশ্বের প্রবীণতম ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’ রুসি কুপারের জীবনাবসান

প্রকাশিত

মুম্বই: নিজের ক্রিকেটজীবনে সেঞ্চুরি করেছেন। ইহজীবনেও সেঞ্চুরি করেন গত ডিসেম্বর মাসে। কিন্তু এ বার তাঁর পথচলা থেমে গেল। জীবনাবসান হল বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার রুসি কুপারের। সোমবার সক্কালে দক্ষিণ মুম্বইয়ের কেম্পস কর্নারে তাঁর নিজের বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রেখে গেলেন তাঁর একমাত্র কন্যা দিনাজকে।

রুসি কুপারকে বলা হত ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’। পুরো নাম রুস্তম সোরাবজি কুপার। প্রথম শ্রেণির ক্রিকেটার হিসাবে বিশ্বের মধ্যে সব চেয়ে দীর্ঘ জীবন পেলেন তিনি। স্বাধীনতা-পূর্ব সময়ে যে সব ভারতীয় ক্রিকেটার পেন্টিগুলার্স লিগ টুর্নামেন্ট এবং রঞ্জি ট্রফিতে খেলেছিলেন তাঁদের মধ্যে একমাত্র রুসি কুপারই বেঁচেছিলেন। পেন্টিগুলার্স লিগে যোগদানকারী দলগুলি গড়া হত সম্প্রদায়ের ভিত্তিতে। রুসি কুপার ছিলেন পারসি। ‘দ্য পার্সিস’-এর হয়ে রুসি খেলেন ১৯৪১-৪২ থেকে ১৯৪৪-৪৫ পর্যন্ত। বম্বের হয়ে খেলেন ১৯৪৩-৪৪ এবং ১৯৪৪-৪৫ সালে এবং ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে খেলেছিলেন ১৯৪৯ থেকে ১৯৫১ পর্যন্ত।

১৯৪৪-৪৫-এ বম্বের হয়ে কুপারের রঞ্জি ট্রফি ফাইনালের খেলাটি স্মরণীয় হয়ে থাকবে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজিত ওই ফাইনালে হোলকারদের বিরুদ্ধে প্রথম ইনিংসে রুসি করেন ৫২ রান এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি-সহ ১০৪ রান। হোলকারদের ৩৭৪ রানে হারিয়ে খেতাব জেতে বম্বে।

সে বারই ছিল রুসির শেষ রঞ্জি খেলা। অসাধারণ খেলেছিলেন তিনি। সেই মরশুমে রান করেছিলেন ৫৫১, গড় ৯১.৮২। করেছিলেন দুটি শতরান এবং পাঁচটি অর্ধশত রান।            

২৩ বছর বয়সে রুসি যোগ দেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। সেখানেই পড়তে পড়তে ১৯৪৭-এ মিডলসেক্সের হয়ে কাউন্টি খেলা শুরু করেন।

পেন্টাগুলার্স ও রঞ্জি খেলা রুসি হয়তো ভারতের হয়ে খেলতেন, কিন্তু জাহাজ কোম্পানির ভালো চাকরি তাঁকে অন্য পথে যেতে বাধ্য করল। ১৯৫৪-তে ভারতে ফিরে আসেন রুসি কুলার। তখন স্থানীয় টুর্নামেন্টগুলিতে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার হতে খেলতেন। এবং প্রচুর রান করতেন।

পুরোনো দিনের ১২ জন ক্রিকেটারের একটা গ্রুপ ছিল মুম্বইয়ে। রুসির নেতৃত্বে তাঁরা প্রতি বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় বসতেন। টি কে কন্ট্রাক্টর গত হওয়ার পরে ওই আড্ডা বন্ধ হয়ে যায়। ওই আড্ডায় আরও যাঁরা যোগ দিতেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিজয় মার্চেন্ট, আনন্দজি দোসা, নরি কন্ট্রাক্টর, ফারুকা বারুচা, রুসি মোদী, মাধব আপ্তে, অরবিন্দ আপ্তে প্রমুখ।    

গত বছরের ১৪ ডিসেম্বর জন্মের ১০০ বছর পূর্ণ হয় পুরো নাম রুস্তম সোরাবজি কুপারের। জীবনের সেঞ্চুরি করে বিদায় নিলেন তিনি। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রুসি কুপারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানানো হয়।

আরও পড়ুন  

পদ্মা সেতুতে ফটোসেশন বিশ্বকাপের ট্রফির

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।