Homeখেলাধুলোক্রিকেটবিশ্বের প্রবীণতম ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’ রুসি কুপারের জীবনাবসান

বিশ্বের প্রবীণতম ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’ রুসি কুপারের জীবনাবসান

প্রকাশিত

মুম্বই: নিজের ক্রিকেটজীবনে সেঞ্চুরি করেছেন। ইহজীবনেও সেঞ্চুরি করেন গত ডিসেম্বর মাসে। কিন্তু এ বার তাঁর পথচলা থেমে গেল। জীবনাবসান হল বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার রুসি কুপারের। সোমবার সক্কালে দক্ষিণ মুম্বইয়ের কেম্পস কর্নারে তাঁর নিজের বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রেখে গেলেন তাঁর একমাত্র কন্যা দিনাজকে।

রুসি কুপারকে বলা হত ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’। পুরো নাম রুস্তম সোরাবজি কুপার। প্রথম শ্রেণির ক্রিকেটার হিসাবে বিশ্বের মধ্যে সব চেয়ে দীর্ঘ জীবন পেলেন তিনি। স্বাধীনতা-পূর্ব সময়ে যে সব ভারতীয় ক্রিকেটার পেন্টিগুলার্স লিগ টুর্নামেন্ট এবং রঞ্জি ট্রফিতে খেলেছিলেন তাঁদের মধ্যে একমাত্র রুসি কুপারই বেঁচেছিলেন। পেন্টিগুলার্স লিগে যোগদানকারী দলগুলি গড়া হত সম্প্রদায়ের ভিত্তিতে। রুসি কুপার ছিলেন পারসি। ‘দ্য পার্সিস’-এর হয়ে রুসি খেলেন ১৯৪১-৪২ থেকে ১৯৪৪-৪৫ পর্যন্ত। বম্বের হয়ে খেলেন ১৯৪৩-৪৪ এবং ১৯৪৪-৪৫ সালে এবং ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে খেলেছিলেন ১৯৪৯ থেকে ১৯৫১ পর্যন্ত।

১৯৪৪-৪৫-এ বম্বের হয়ে কুপারের রঞ্জি ট্রফি ফাইনালের খেলাটি স্মরণীয় হয়ে থাকবে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজিত ওই ফাইনালে হোলকারদের বিরুদ্ধে প্রথম ইনিংসে রুসি করেন ৫২ রান এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি-সহ ১০৪ রান। হোলকারদের ৩৭৪ রানে হারিয়ে খেতাব জেতে বম্বে।

সে বারই ছিল রুসির শেষ রঞ্জি খেলা। অসাধারণ খেলেছিলেন তিনি। সেই মরশুমে রান করেছিলেন ৫৫১, গড় ৯১.৮২। করেছিলেন দুটি শতরান এবং পাঁচটি অর্ধশত রান।            

২৩ বছর বয়সে রুসি যোগ দেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। সেখানেই পড়তে পড়তে ১৯৪৭-এ মিডলসেক্সের হয়ে কাউন্টি খেলা শুরু করেন।

পেন্টাগুলার্স ও রঞ্জি খেলা রুসি হয়তো ভারতের হয়ে খেলতেন, কিন্তু জাহাজ কোম্পানির ভালো চাকরি তাঁকে অন্য পথে যেতে বাধ্য করল। ১৯৫৪-তে ভারতে ফিরে আসেন রুসি কুলার। তখন স্থানীয় টুর্নামেন্টগুলিতে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার হতে খেলতেন। এবং প্রচুর রান করতেন।

পুরোনো দিনের ১২ জন ক্রিকেটারের একটা গ্রুপ ছিল মুম্বইয়ে। রুসির নেতৃত্বে তাঁরা প্রতি বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় বসতেন। টি কে কন্ট্রাক্টর গত হওয়ার পরে ওই আড্ডা বন্ধ হয়ে যায়। ওই আড্ডায় আরও যাঁরা যোগ দিতেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিজয় মার্চেন্ট, আনন্দজি দোসা, নরি কন্ট্রাক্টর, ফারুকা বারুচা, রুসি মোদী, মাধব আপ্তে, অরবিন্দ আপ্তে প্রমুখ।    

গত বছরের ১৪ ডিসেম্বর জন্মের ১০০ বছর পূর্ণ হয় পুরো নাম রুস্তম সোরাবজি কুপারের। জীবনের সেঞ্চুরি করে বিদায় নিলেন তিনি। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রুসি কুপারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানানো হয়।

আরও পড়ুন  

পদ্মা সেতুতে ফটোসেশন বিশ্বকাপের ট্রফির

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...