মুম্বই: নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে সবচেয়ে বড়ো মাইলফলকটি পেরোলেন বিরাট কোহলি। ভারতের এই কিংবদন্তি ব্যাটার একদিনের ম্যাচে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডটি গড়লেন বুধবার। এ ক্ষেত্রে তিনি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
বিরাট কোহলি হলেন একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার যিনি ৫০টি শতরানের অধিকারী হলেন। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি একদিনের ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন। সচিন এই রেকর্ড করেছিলেন ৪৫২টি ইনিংস খেলে। আর কোহলি বিশ্বরেকর্ড করলেন ২৭৯টি ইনিংস খেলে।
বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে বিরাট কোহলি ১০৬ বলে শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত এই ম্যাচে ১১৩ বলে ১১৭ রান করেন কোহলি। এই রানের মধ্যে ৯টি চার এবং ২টি ছয় ছিল।
ভারতের ইনিংসের ৪২তম ওভারে কোহলি তাঁর শতরানটি পান। শেষ পর্যন্ত ভারত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রান করেন। কোহলির পাশাপাশি সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ারও। তিনি করেন ৭০ বলে ১০৫ রান। অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রান করেন। শুভমন গিল ৬৬ বলে ৮০ রান এবং কে এল রাহুল ২০ বলে ৩৯ রান করে নট আউট থাকেন।
আরও রেকর্ড কোহলির
বুধবার সেঞ্চুরি করার পথে সচিন তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভাঙেন বিরাট কোহলি। সেটি হল কোনো একটি বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড। এর আগে সচিনের রান ছিল ৬৭৩। বুধবার সচিনের রেকর্ড ভেঙে কোহলির রান দাঁড়াল ৬৭৪।
একদিনের ম্যাচ সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে বুধবার বিরাট কোহলি পেরিয়ে গেলেন রিকি পন্টিং-এর রান। এই তালিকায় তিনি চলে এলেন তৃতীয় স্থানে। তাঁর মোট রান দাঁড়াল ১৩৭৬৯। সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের (১৮৪২৬ রান)। দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৪২৩৪ রান)। রিকি পন্টিং চলে গেলেন চতুর্থ স্থানে। তাঁর মোট রান ১৩৭০৪।
আরও পড়ুন
“না, রাহুল-সচিনের নাম থেকে রাচিনের নাম নয়”, তা হলে কী ভাবে এল ওই নাম
সেমিফাইনালে টিম ইন্ডিয়ার ‘তুরুপের তাস’, নিউজিল্যান্ড শিবিরে এই ভারতীয় বোলারকে নিয়ে আশঙ্কা