Homeখেলাধুলোক্রিকেটরোহিত-বিরাট বিশ্রামে, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের

রোহিত-বিরাট বিশ্রামে, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের

প্রকাশিত

ভারত: ১৮১ (ঈশান ৫৫, শুভমন ৩৪, সূর্যকুমার ২৪, গুডাকেশ ৩/৩৬, শেফার্ড ৩/৩৭, আলজারি ২/৩৫)

ওয়েস্ট ইন্ডিজ: ১৮২/৪ (হোপ ৬৩, কার্টি ৪৮, মায়ার্স ৩৬, শার্দূল ৩/৪২, কুলদীপ ১/৩০)

দ্বিতীয় এক দিনের ম্যাচে ৬ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার রোহিত শর্মা, বিরাট কোহলিদের ছাড়াই মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই মুখ থুবড়ে পড়ল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন ভারতীয় দল।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার ঈশান কিশন (৫৫) ও শুভমন গিল (৩৪) খুব ভাল শুরু করেন। ওপেনিং জুটিতে ৯০ রান ওঠে। তাঁদের পরে একের পর এক উইকেট পড়তে শুরু করে। ব্যর্থ দলের মিডল অর্ডার। সঞ্জু (৯), অক্ষরকে (১) আগে নামালেও রান পাননি তাঁরা। অধিনায়ক হার্দিক পাণ্ড্যও ৭ রান করে আউট হন। সূর্যকুমার যাদব (২৪), রবীন্দ্র জাডেজা (১০) ও শার্দূল ঠাকুর (১৬) সামলানোর চেষ্টা করলেও উইতকেট পড়ল নিয়মিত ব্যবধানে। শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায় ভারত।

ভারতের ১৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কাইল মেয়ার্স ও ব্রেন্ডন কিং শুরুটা ভাল করেন। এই জুটি করে ৫৩ রান। কাইল মেয়ার্স করেন ৩৬ রান। কিং ১৫ রান। অ্যালিক আথানাজা করেন ৬ রান। তবে বিধ্বংসী ব্য়াটার শিমরন হেটমায়ার ৯ রানেই ফিরে যান। শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জেতান সাই হোপ। তিনি ৬৩ রানে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে সঙ্গত দেন কার্টি তিনি করেন ৪৮ রান।

উল্লেখযোগ্য ভাবে, টেস্ট সিরিজ জয়ের পর ওডিআই-এ একাধিক পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছে ভারত। হয়তো সেটাই এ বার ব্যুমেরাং হল। ৬ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩৬.৩ ওভারেই জয়ের জন্য রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: বিরাট কোহলি, রোহিত শর্মা বিশ্রামে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বে হার্দিক পাণ্ড্য

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।