ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচটা জয় দিয়েই শুরু করেছিল টিম ইন্ডিয়া। পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতেছিল ভারত। শনিবার দ্বিতীয় ওডিআই-এ বড়োসড়ো পরিবর্তন।
এ দিন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশ্রামে পাঠানো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বে আনা হয়েছে হার্দিক পাণ্ড্যকে।
রোহিত এবং কোহলির জায়গায় দ্বিতীয় ওডিআই-এ দলে এসেছেন সঞ্জু স্যামসন এবং অক্ষর পটেল। টসে হেরে ব্যাট করতে যাওয়ার আগে হার্দিক বলেন, “রোহিত এবং বিরাট একটানা ক্রিকেট খেলে চলেছে। তাই এই ম্যাচে ওরা বিশ্রাম নিয়েছে, যাতে তৃতীয় ম্যাচে আবার তরতাজা হয়ে নামতে পারে।”
ভারত (প্লেয়িং ইলেভেন): শুভমন গিল, ঈশান কিসান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক, মুকেশ কুমার
ওয়েস্ট ইন্ডিজ (প্লেয়িং ইলেভেন): ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, ইয়ানিক ক্যারিয়া, গুদাকেশ মতি, আলজারি জোসেফ, জেডেন সিলস
আরও পড়ুন: প্রতিপক্ষ ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজ, ৫ উইকেটে ওয়ানডে জিতল ভারত