Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: উড়ে গেল উগান্ডা, কোনো টি২০ ম্যাচে এত বড়ো...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: উড়ে গেল উগান্ডা, কোনো টি২০ ম্যাচে এত বড়ো ব্যবধানে কখনও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত

ওয়েস্ট ইন্ডিজ: ১৭৩-৫ (জনসন চার্লস ৪৪, আন্দ্রে রাসেল ৩০ নট আউট, ব্রায়ান মাসাবা ২-৩১, অল্পেশ রামজানি ১-১৬)

উগান্ডা: ৩৯ (১২ ওভারে) (জুমা মিয়াগি ১৩ নট আউট, আকিল হোসেন ৫-১১, আলজারি জোসেফ ২-৬)

খবর অনলাইন ডেস্ক: আগের দিন শনিবার গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের পিচে প্রথম ব্যাট করে আফগানিস্তান গুঁড়িয়ে দিয়েছিল ক্রিকেটবিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত দল নিউজিল্যান্ডকে। রবিবার তার পুনরাবৃত্তি হবে সেই আশাতেই টসে জিতে ব্যাট নিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। এবং ইতিবাচক ফলও পেলেন।

প্রথমে ব্যাট করে জয়ের জন্য যে লক্ষ্যমাত্রা দিল ওয়েস্ট ইন্ডিজ, তার ধারেকাছেও পৌঁছোতে পারল না উগান্ডা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের, বিশেষ করে আকিল হোসেন আর আলজারি জোসেফের আক্রমণের মোকাবিলাই করতে পারলেন না উগান্ডার ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল ১৩৪ রানের ব্যবধানে। এর আগে কোনো টি২০ ম্যাচে এত বিশাল ব্যবধানে কখনও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। এত দিন তাদের সবচেয়ে বড়ো জয় ছিল পাকিস্তানের বিরুদ্ধে, ৮৪ রানে। ১১ রান দিয়ে ৫ উইকেট দখল করে আকিল হোসেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন।      

রবিবার ভারতীয় সময় সকাল ৬টায় (স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা) প্রভিডেন্স স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে ৫ উইকেটে ১৭৩ রান। সেই রান তাড়া করতে গিয়ে উগান্ডা মাত্র ৩৯ রানে পাততাড়ি গোটায়। মাত্র ১২ ওভারেই শেষ হয়ে যায় উগান্ডার ইনিংস। একমাত্র ন’ নম্বরে নামা জুমা মিয়াগি ২০ বলে ১৩ রান করে নট আউট থাকেন। বাকি ব্যাটারদের রান ০, ৪, ৬, ৫, ১, ৩, ০, ১, ১ এবং ০।

এর আগে টসে জিতে ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ভালোই শুরু করেন। কোনো উইকেটের জুটিতেই যে খুব বড়ো রান উঠেছে তা নয়, সব উইকেটের জুটিতেই মোটামুটি একটা রান উঠেছে। ফলে দল পৌঁছে গিয়েছে একটা সম্মানজনক স্কোরে। ব্যাটারদের রান দেখলেই বোঝা যাবে সবাই কিছু না কিছু করেছে — জনসন চার্লস (৪২ বলে ৪৪), আন্দ্রে রাসেল (১৭ বলে ৩০), রোভম্যান পাওয়েল (১৮ বলে ২৩), শেরফেন রাদারফোর্ড (১৬ বলে ২২) এবং নিকোলাস পুরান (১৭ বলে ২২)।

গ্রুপ ‘সি’-র অবস্থা

দুটি দলই ২টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রানরেটের হিসাবে আফগানিস্তান রয়েছে ১ নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ২ নম্বরে। উগান্ডা ৩টি ম্যাচের মধ্যে ১টিতে জিতে ২ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। পাপুয়া নিউ গিনি ২টি ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি আর নিউজিল্যান্ড ১টি ম্যাচই খেলেছে এবং সেটিতে তারা হেরেছে।

আফগানিস্তানের খেলা বাকি পাপুয়া নিউ গিনি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওদিকে আফগানিস্তানের বিরুদ্ধে ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩৬ রানে হারাল অস্ট্রেলিয়া 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...