Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ, ভারতে খেলতে দেখা যাবে না ক্যারিবিয়ানদের

বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ, ভারতে খেলতে দেখা যাবে না ক্যারিবিয়ানদের

প্রকাশিত

এক দিনের ক্রিকেটে একটা সময় একক আধিপত্য দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দু’বার বিশ্বচ্যাম্পিয়নের তকমাও জিতেছে। কিন্তু এ বারের বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেলেন ক্যারিবিয়ানরা।

আইসিসি এক দিনের বিশ্বকাপ ২০২৩ (ICC ODI World Cup 2023)-এর যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতে আয়োজিত বিশ্বকাপে ঠাঁই পেতে সুপার সিক্স পর্বে নিজেদের তিনটি ম্যাচই জিততে হতো তাদের। কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন জেসন হোল্ডাররা।

আরও পড়ুন: ১৫ অক্টোবর অমদাবাদে ভারত বনাম পাকিস্তান, দেখুন ওডিআই বিশ্বকাপের সম্পূর্ণ ক্রীড়াসূচি

শনিবার প্রথমে ব্যাট করে ৪৩.৫ ওভারে ১৮১ রানে অল-আউট হয়ে যান। জবাবে ৩৯ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতে যায় স্কটল্যান্ড। সেই জয়ের ফলে একদিকে যখন একদিকে স্কটল্যান্ডের স্বপ্ন বেঁচে থাকল, অন্য দিকে ভারতে খেলতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে।

উল্লেখযোগ্য ভাবে, ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া এক দিনের বিশ্বকাপে এই প্রথম বার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ক্যারিবিয়ানরা। ১৯৭৫ এবং ১৯৭৯ সালের চ্যাম্পিয়ন এবং ১৯৮৩ সালের বিশ্বকাপে রানার্স আপ ওয়েস্ট ইন্ডিজ এই প্রথম বিশ্বকাপে অংশ নেবে না।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই বিপর্যয় সীমিত ওভারের ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের পতনের ধারাবাহিকতা একটা অংশ। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তারপর ২০২২ সালে প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে ব্যর্থ হয়েছিলেন ক্যারিবিয়ানরা। আর এ বার, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত বিশ্বকাপ হবে দু’বারের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই।

গ্রুপ লিগে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডসের কাছে আগেই হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে সুপার সিক্সে বাকি সব ম্যাচ জিতলেও যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূলপর্বে ওঠা কঠিন ছিল। মরণ-বাঁচন ম্যাচে কোনো রকম লড়াই করতেই পারলেন না ক্যারিবিয়ান ক্রিকেটাররা। এ দিনের লজ্জাজনক পারফরম্যান্স বিশ্বকাপ থেকে ছিটকে দিল তাঁদের!

আরও পড়ুন: অমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ, হোটেল ভাড়া ছুঁয়ে ফেলল ১ লক্ষ টাকা!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।