Home খেলাধুলো ক্রিকেট রোহিত শর্মা কেন অবসর নেবেন? এ বার প্রশ্ন তুললেন এবি ডি’ভিলিয়ার্স

রোহিত শর্মা কেন অবসর নেবেন? এ বার প্রশ্ন তুললেন এবি ডি’ভিলিয়ার্স

0

চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার ওয়ানডে থেকে অবসর নিয়ে জোর জল্পনা। হরেক গুজবও ছড়িয়েছে। কিন্তু ৩৭ বছর বয়সী এই তারকা ভারতকে তৃতীয় শিরোপা জেতানোর পর সেসব গুজব উড়িয়ে দিয়েছেন। এ বার তাঁর সমর্থনে জোরালো সওয়াল করলেন এবি ডি’ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কিংবদন্তি এবি ডি’ভিলিয়ার্স মনে করেন, রোহিত শর্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। বরং তিনি ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হয়ে উঠতে পারেন।

ডি’ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “অন্যান্য অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের হার প্রায় ৭৪ শতাংশ, যা অতীতের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। যদি তিনি এভাবেই এগিয়ে যান, তাহলে তিনি সর্বকালের অন্যতম সেরা ওয়ানডে অধিনায়ক হিসেবে নাম লেখাবেন। রোহিত নিজেই বলেছেন যে তিনি অবসর নিচ্ছেন না এবং গুজব ছড়ানো বন্ধ করতে অনুরোধ করেছেন।”

দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ২৫২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ভারতের জয় এনে দিতে রোহিত ৮৩ বলে ৭৬ রান করেন এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন।

ডি’ভিলিয়ার্স আরও বলেন, “তিনি কেন অবসর নেবেন? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তাঁর রেকর্ড অসাধারণ। ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলেই দেখিয়ে দিয়েছেন কীভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, যখন চাপ ছিল তুঙ্গে।”

তিনি রোহিতের ব্যাটিং পরিবর্তনের প্রশংসা করে বলেন, “রোহিত গত তিন বছরে নিজের ওয়ানডে ব্যাটিংয়ে অনেক পরিবর্তন এনেছেন। এর ফলেই ভারত মাত্র ৯ মাসের ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।”

ডি’ভিলিয়ার্স রোহিতের ব্যাটিংয়ে উন্নতির দিকেও নজর দেন, “আগে পাওয়ার প্লে-তে তাঁর স্ট্রাইক রেট তুলনামূলক কম ছিল, কিন্তু ২০২২ সালের পর থেকে এটি বেড়ে ১১৫ হয়েছে, যা ভালো ও সেরা খেলোয়াড়ের মধ্যে পার্থক্য গড়ে দেয়। নিজের খেলা পরিবর্তন করাই সাফল্যের চাবিকাঠি, কারণ শেখার এবং উন্নতির সুযোগ সবসময় থাকে।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version