বাংলাদেশের বিরুদ্ধে চোট পেলেন হার্দিক পাণ্ড্য। ম্যাচের নবম ওভারে মাঠ ছাড়তে হল তাঁকে। সেসময় ওই ওভারের আরও তিনটি বল বাকি। হার্দিকের ওভার শেষ করার জন্য বিরাট কোহলির হাতেই বল তুলে দিলেন অধিনায়ক রোহিত শর্মা।
পুণের মাঠে নিজের প্রথম ওভারেই চোট পান হার্দিক। সবে মাত্র তিনটি বল করার পরই লিটন দাসের মারা স্ট্রেট ড্রাইভ পা দিয়ে আটকাতে গিয়ে পড়ে যান তিনি। বাঁ পায়ে চোট লাগে। ছুটে আসেন ফিজিও। এর পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ব্যাথায় কাতর হার্দিক মাঠ ছাড়লে ভারত অধিনায়ক রোহিত শর্মা ওভারের বাকি বলগুলি করার জন্য বিরাট কোহলিকে ডেকে নেন। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট তিনটি বল করে দুই রান দেন। উল্লেখ্য যোগ্য ভাবে, ছয় বছরের মধ্যে এই প্রথম কোনো একদিনের আন্তর্জাতি ম্যাচে বোলিং করলেন কোহলি।
তবে পুরো ম্যাচে আর বল করতে হয়নি বিরাটকে। কারণ, হার্দিক মাঠ ছাড়লেও ভারতীয় দলে রয়েছেন আরও পাঁচ বোলার। কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, এবং রবীন্দ্র জাডেজা এবং শার্দূল ঠাকুরেরা হার্দিকের অনুপস্থিতি পূরণ করে দেন।
ভারত-বাংলাদেশ ম্যাচে দু’দলের টিম
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আরও পড়ুন: বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তবে…, বাংলাদেশের ক্রিকেটারদের কাছে সাহসী প্রতিজ্ঞা পাক অভিনেত্রীর