Homeখেলাধুলোক্রিকেটএই রঞ্জিই তাঁর শেষ ক্রিকেট মরশুম, ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা

এই রঞ্জিই তাঁর শেষ ক্রিকেট মরশুম, ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা

প্রকাশিত

কলকাতা: ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তিনি তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। আপাতত বাংলার হয়ে রনজি ট্রফির ম্যাচ খেলছেন ঋদ্ধিমান। রনজি ট্রফির ম্যাচই হবে তাঁর শেষ ক্রিকেট ম্যাচ। এ কথা জানিয়ে দিয়েছেন ঋদ্ধিমান।

‘এক্স’ হ্যান্ডেলে ঋদ্ধিমান লিখেছেন, “ক্রিকেটে একটা উপভোগ্য জীবনের পরে এটাই হবে আমার শেষ মরশুম। অবসর নেওয়ার আগে রনজি ট্রফিতে খেলছি। শেষ বার বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। চলুন, এই মরশুমকে স্মরণীয় করে রাখি।”

বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন বলে এ বছরই ত্রিপুরা থেকে চলে আসেন ঋদ্ধিমান। এখনও পর্যন্ত বাংলা রঞ্জিতে ৩টি ম্যাচ খেলেছে। ম্যাচ বাকি কর্নাটক ও মধ্যপ্রদেশের সঙ্গে। দুটি ম্যাচই হবে কলকাতায়। বাংলা যদি রঞ্জির নকআউট পর্যায়ে যেতে না পারে তা হলে কলকাতাতেই ঋদ্ধিমান তাঁর শেষ ম্যাচ খেলবেন।

ধোনি-পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার নিঃসন্দেহে ঋদ্ধিমান সাহা। তিনিই ছিলেন দেশের এক নম্বর উইকেটকিপার। ৪০টি টেস্ট ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের হয়ে আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন ৯টি। দীর্ঘদিন আইপিএল-এ খেললেও দেশের হয়ে আন্তর্জাতিক টি২০ ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি ঋদ্ধিমান।  

৪০টি টেস্ট ম্যাচে ঋদ্ধিমান ক্যাচ ধরেছেন ৯২টি, স্টাম্প করেছেন ১২ জনকে। ঋদ্ধিমান শুধু যে উইকেটকিপার হিসাবেই দক্ষ তা নয়, ব্যাটিং-এও তিনি তুখোড়। ৩টি টেস্ট সেঞ্চুরি আছে ঋদ্ধিমানের দখলে। টেস্টে তাঁর সর্বাধিক রান ১১৭।

২০০২-০৩ সালে কোচবিহার ট্রফিতে অনূর্ধ্ব ১৯ বাংলা দলের হয়ে খেলে আত্মপ্রকাশ শিলিগুড়ির পাপালি তথা ঋদ্ধিমানের। ২০০৬-এ বাংলার হয়ে প্রথম রঞ্জি খেলতে নেমে হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। দিনটা ছিল ৪ নভেম্বর। ঠিক ১৮ বছর পর ৩ নভেম্বর ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা।       

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।