Home খেলাধুলো ক্রিকেট এই রঞ্জিই তাঁর শেষ ক্রিকেট মরশুম, ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা

এই রঞ্জিই তাঁর শেষ ক্রিকেট মরশুম, ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা

0
উইকেটকিপার ঋদ্ধিমান। তাঁর 'এক্স' থেকে ছবি নেওয়া।

কলকাতা: ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তিনি তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। আপাতত বাংলার হয়ে রনজি ট্রফির ম্যাচ খেলছেন ঋদ্ধিমান। রনজি ট্রফির ম্যাচই হবে তাঁর শেষ ক্রিকেট ম্যাচ। এ কথা জানিয়ে দিয়েছেন ঋদ্ধিমান।

‘এক্স’ হ্যান্ডেলে ঋদ্ধিমান লিখেছেন, “ক্রিকেটে একটা উপভোগ্য জীবনের পরে এটাই হবে আমার শেষ মরশুম। অবসর নেওয়ার আগে রনজি ট্রফিতে খেলছি। শেষ বার বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। চলুন, এই মরশুমকে স্মরণীয় করে রাখি।”

বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন বলে এ বছরই ত্রিপুরা থেকে চলে আসেন ঋদ্ধিমান। এখনও পর্যন্ত বাংলা রঞ্জিতে ৩টি ম্যাচ খেলেছে। ম্যাচ বাকি কর্নাটক ও মধ্যপ্রদেশের সঙ্গে। দুটি ম্যাচই হবে কলকাতায়। বাংলা যদি রঞ্জির নকআউট পর্যায়ে যেতে না পারে তা হলে কলকাতাতেই ঋদ্ধিমান তাঁর শেষ ম্যাচ খেলবেন।

ধোনি-পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার নিঃসন্দেহে ঋদ্ধিমান সাহা। তিনিই ছিলেন দেশের এক নম্বর উইকেটকিপার। ৪০টি টেস্ট ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের হয়ে আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন ৯টি। দীর্ঘদিন আইপিএল-এ খেললেও দেশের হয়ে আন্তর্জাতিক টি২০ ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি ঋদ্ধিমান।  

৪০টি টেস্ট ম্যাচে ঋদ্ধিমান ক্যাচ ধরেছেন ৯২টি, স্টাম্প করেছেন ১২ জনকে। ঋদ্ধিমান শুধু যে উইকেটকিপার হিসাবেই দক্ষ তা নয়, ব্যাটিং-এও তিনি তুখোড়। ৩টি টেস্ট সেঞ্চুরি আছে ঋদ্ধিমানের দখলে। টেস্টে তাঁর সর্বাধিক রান ১১৭।

২০০২-০৩ সালে কোচবিহার ট্রফিতে অনূর্ধ্ব ১৯ বাংলা দলের হয়ে খেলে আত্মপ্রকাশ শিলিগুড়ির পাপালি তথা ঋদ্ধিমানের। ২০০৬-এ বাংলার হয়ে প্রথম রঞ্জি খেলতে নেমে হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। দিনটা ছিল ৪ নভেম্বর। ঠিক ১৮ বছর পর ৩ নভেম্বর ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন ঋদ্ধিমান সাহা।       

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version