Homeখেলাধুলোভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

প্রকাশিত

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক’দিনের ব্যবধানেই সেই নতুন কমিটিকে সাসপেন্ড করে দিল ক্রীড়ামন্ত্রক। একইসঙ্গে নবনির্বাচিত ডব্লিউএফআই প্রেসিডেন্ট সঞ্জয় সিংয়ের সমস্ত সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে।

বলে রাখা ভালো, সঞ্জয় সিং কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হওয়ার পরে, সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বীরেন্দ্র সিংয়ের মতো খেলোয়াড়রা এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন। এই কুস্তিগিরদের অভিযোগ, সঞ্জয় সিং যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ এবং ব্যবসায়িক অংশীদার।

এ বিষয়ে দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে সাক্ষী মালিক আবেগপ্রবণ হয়ে কুস্তি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন। ‘পদ্মশ্রী’ ফেরানোর সিদ্ধান্ত নেন আর এক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে সংসদে যান তিনি। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁকে পুলিশ আটকায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বজরং। পরে সংসদের সামনের রাস্তায় (কর্তব্যপথ) সেই পদক ফেলে দিয়ে আসেন।

ক্রীড়ামন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় কুস্তি সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ নিয়মের বিরুদ্ধে। এই সিদ্ধান্তগুলি সংস্থা এবং জাতীয় ক্রীড়া উন্নয়ন নিয়মবিধি লঙ্ঘন করেছে। সেই কারণে নতুন কমিটি সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। তবে কমিটি ভেঙে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয়। তিনি জানান, চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের মনে হয়েছে, কোনও পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবেন না।

প্রসঙ্গত, অলিম্পিক পদক জয়ী সাক্ষী মালিক প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ করেছিলেন। সাক্ষী ছাড়াও, বজরং পুনিয়া-সহ অনেক কুস্তিগির, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোদী সরকারের কাছে দাবিও জানিয়েছেন।

আরও পড়ুন: বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রিয়ঙ্কা? জল্পনা আরও জোরাল হল কংগ্রেসের এই সিদ্ধান্তে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।