হ্যাংঝাউ: এশিয়ান গেমসে পদক জয়ের ক্ষেত্রে রেকর্ড তো হয়ে গিয়েছে। এখন প্রশ্ন ভারত কি পদক জয়ের সংখ্যায় তিন অঙ্কে পৌঁছোতে পারবে? গেমসের আরও তিন দিন বাকি। বৃহস্পতিবারের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ – ২১টি সোনা, ৩২টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জ। যে ভাবে ভারত এগোচ্ছে তাতে ১০০ পদক জেতা খুব একটা অসম্ভব বলে হচ্ছে না।
বৃহস্পতিবার ভারত তার ঝুলিতে আরও তিনটি সোনার পদক ভরল। এ দিন ভারতের সর্বশেষ সোনাটি আসে স্কোয়াশ থেকে। স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা পায় দীপিকা পল্লিকল এবং হরিন্দর পাল সিংহ সাঁধুর জুটি। ফাইনালে তাঁরা মালয়েশিয়াকে হারান ১১-১০, ১১-১০ পয়েন্টে। স্কোয়াশ থেকে এই নিয়ে এ বারের গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। মোট চারটি পদক এল এই ইভেন্ট থেকে।
স্কোয়াশে সোনা আসার আগে বৃহস্পতিবার ভারত সোনা পায় কমপাউন্ড তিরন্দাজির পুরুষদের দলগত বিভাগে। ফাইনালে তারা দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারায়। ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওতালে এবং প্রথমেশ সমাধান।
বৃহস্পতিবার সকালেই কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জেতে ভারত। জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পরনীত কৌর ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারান।
আরও পদক
বৃহস্পতিবার স্কোয়াশে ছেলেদের সিঙ্গলস ফাইনালে খেললেন সৌরভ ঘোষাল। প্রথম সেট জিতেও মালয়েশিয়ার ইয়ান ইউ এনজির কাছে ১-৩ সেটে হেরে গেলেন। ফলে তিনি পেলেন রুপো। সৌরভ টানা পাঁচটি এশিয়ান গেমসে পদক জিতলেন। এ এক বিরল কৃতিত্ব।
মেয়েদের কুস্তির ৫৩ কেজি বিভাগে ভারতের অন্তিম পঙ্ঘাল ব্রোঞ্জ পদক জিতলেন। তিনি টোকিও অলিম্পিক্সে পদকজয়ী মঙ্গোলিয়ার বোলোরতুয়া বাত ওচিরকে ৩-১ পয়েন্টে হারান। এ বারের এশিয়ান গেমসে মেয়েদের কুস্তি বিভাগে এটাই ভারতের প্রথম পদক।
আরও পড়ুন
এশিয়ান গেমস ২০২৩: জ্যোতির দ্বিতীয় সোনা, অদিতি ও পরনীতকে নিয়ে জিতলেন কম্পাউন্ড তিরন্দাজির ফাইনাল