Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: স্কোয়াশে সোনা দীপিকা-হরিন্দর জুটির, আপাতত ২১টি স্বর্ণপদক ভারতের ঝুলিতে

এশিয়ান গেমস ২০২৩: স্কোয়াশে সোনা দীপিকা-হরিন্দর জুটির, আপাতত ২১টি স্বর্ণপদক ভারতের ঝুলিতে

প্রকাশিত

হ্যাংঝাউ: এশিয়ান গেমসে পদক জয়ের ক্ষেত্রে রেকর্ড তো হয়ে গিয়েছে। এখন প্রশ্ন ভারত কি পদক জয়ের সংখ্যায় তিন অঙ্কে পৌঁছোতে পারবে? গেমসের আরও তিন দিন বাকি। বৃহস্পতিবারের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ – ২১টি সোনা, ৩২টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জ। যে ভাবে ভারত এগোচ্ছে তাতে ১০০ পদক জেতা খুব একটা অসম্ভব বলে হচ্ছে না।

বৃহস্পতিবার ভারত তার ঝুলিতে আরও তিনটি সোনার পদক ভরল। এ দিন ভারতের সর্বশেষ সোনাটি আসে স্কোয়াশ থেকে। স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা পায় দীপিকা পল্লিকল এবং হরিন্দর পাল সিংহ সাঁধুর জুটি। ফাইনালে তাঁরা মালয়েশিয়াকে হারান ১১-১০, ১১-১০ পয়েন্টে। স্কোয়াশ থেকে এই নিয়ে এ বারের গেমসে দ্বিতীয় সোনা জিতল ভারত। মোট চারটি পদক এল এই ইভেন্ট থেকে।

স্কোয়াশে সোনা আসার আগে বৃহস্পতিবার ভারত সোনা পায় কমপাউন্ড তিরন্দাজির পুরুষদের দলগত বিভাগে। ফাইনালে তারা দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারায়। ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওতালে এবং প্রথমেশ সমাধান।

বৃহস্পতিবার সকালেই কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জেতে ভারত। জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পরনীত কৌর ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারান।

আরও পদক

বৃহস্পতিবার স্কোয়াশে ছেলেদের সিঙ্গলস ফাইনালে খেললেন সৌরভ ঘোষাল। প্রথম সেট জিতেও মালয়েশিয়ার ইয়ান ইউ এনজির কাছে ১-৩ সেটে হেরে গেলেন। ফলে তিনি পেলেন রুপো। সৌরভ টানা পাঁচটি এশিয়ান গেমসে পদক জিতলেন। এ এক বিরল কৃতিত্ব।

মেয়েদের কুস্তির ৫৩ কেজি বিভাগে ভারতের অন্তিম পঙ্ঘাল ব্রোঞ্জ পদক জিতলেন। তিনি টোকিও অলিম্পিক্সে পদকজয়ী মঙ্গোলিয়ার বোলোরতুয়া বাত ওচিরকে ৩-১ পয়েন্টে হারান। এ বারের এশিয়ান গেমসে মেয়েদের কুস্তি বিভাগে এটাই ভারতের প্রথম পদক।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: জ্যোতির দ্বিতীয় সোনা, অদিতি ও পরনীতকে নিয়ে জিতলেন কম্পাউন্ড তিরন্দাজির ফাইনাল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।