ভারতের ইতিহাসে প্রথমবার মহিলা দাবায় বিশ্বচ্যাম্পিয়নের মুকুট এল। এবং সেই অসাধ্য সাধন করলেন মাত্র ১৯ বছরের তরুণী, দিব্যা দেশমুখ। সোমবার অনুষ্ঠিত টাইব্রেকারে ভারতেরই কিংবদন্তি দাবাড়ু, ৩৮ বছরের কনেরু হাম্পিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন দিব্যা।
সোমবারের টাইব্রেকারের আগে শনিবার ও রবিবার দু’টি ক্লাসিক্যাল গেম হয়েছিল, যেখানে ফল হয়নি—দুই ম্যাচই ড্র হয়। ফলে চ্যাম্পিয়ন নির্ধারণে খেলা গড়ায় র্যাপিড টাইব্রেকারে।
প্রথম র্যাপিড গেমে দিব্যা সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন ‘পেট্রভ’স ডিফেন্স’ দিয়ে। দু’জনেই আগ্রাসী খেলেন, কিন্তু কেউই জেতার মতো অবস্থানে পৌঁছতে পারেননি। ম্যাচ ড্র হয়।
তবে দ্বিতীয় র্যাপিড গেমে দেখা যায় দিব্যার জেদ ও দুর্দান্ত চাপ সৃষ্টি। হাম্পি সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে, কিন্তু দিব্যার আক্রমণাত্মক কৌশলের সামনে পড়ে যান ধীরে ধীরে। সময় ব্যবস্থাপনায়ও এগিয়ে ছিলেন দিব্যা। এক পর্যায়ে ৮ মিনিট এগিয়ে ছিলেন তিনি। চাপের মুখে হাম্পি ভুল চাল দেন। সেই সুযোগই কাজে লাগিয়ে মাত্র ৩৪ চালের মাথায় হাম্পিকে পরাস্ত করেন দিব্যা।
পুরো প্রতিযোগিতাতেই দিব্যার খেলা ছিল ঝাঁঝালো ও আত্মবিশ্বাসে ভরপুর। অন্যদিকে, হাম্পিকে দেখা গিয়েছে অপেক্ষাকৃত রক্ষণাত্মক ভূমিকায়। অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে থাকলেও, সাহসিকতা ও গেম কন্ট্রোলে একধাপ এগিয়ে থেকেই চ্যাম্পিয়ন হন দিব্যা।
টাইব্রেকারের আগের ক্লাসিক্যাল গেমগুলোতেও দিব্যা দারুণ লড়াই দেন। প্রথম গেমে (শনিবার) সাদা ঘুঁটি নিয়ে ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে শুরু করে ৩১ চালে ড্র করেন। রবিবার দ্বিতীয় গেমে হাম্পি সাদা ঘুঁটি নিয়ে ‘এ০৬ জ়ুকারটর্ট ওপেনিং’ দিয়ে খেলেন। প্রথমে রক্ষণাত্মক হলেও পরে ম্যাচ ভারসাম্যপূর্ণ হয়, এবং সেটিও ড্র হয়ে যায়।
Divya’s hug to her mom says everything ❤️#FIDEWorldCup @DivyaDeshmukh05 pic.twitter.com/jeOa6CjNc1
— International Chess Federation (@FIDE_chess) July 28, 2025
দুটি ক্লাসিক্যাল গেম শেষে পয়েন্ট সমান থাকায় ম্যাচ যায় টাইব্রেকারে, যেখানে আক্রমণাত্মক চাল ও মানসিক দৃঢ়তায় বাজিমাত করেন দিব্যা।
এই ঐতিহাসিক জয়ে আবেগে ভেসে যান দিব্যা দেশমুখ। ম্যাচ শেষ হতেই চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। দেশের দাবা ইতিহাসে এই জয় নতুন অধ্যায় রচনা করল।