Homeখেলাধুলোইতিহাস গড়লেন ১৯ বছরের দিব্যা দেশমুখ, ভারত পেল প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন!

ইতিহাস গড়লেন ১৯ বছরের দিব্যা দেশমুখ, ভারত পেল প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন!

প্রকাশিত

ভারতের ইতিহাসে প্রথমবার মহিলা দাবায় বিশ্বচ্যাম্পিয়নের মুকুট এল। এবং সেই অসাধ্য সাধন করলেন মাত্র ১৯ বছরের তরুণী, দিব্যা দেশমুখ। সোমবার অনুষ্ঠিত টাইব্রেকারে ভারতেরই কিংবদন্তি দাবাড়ু, ৩৮ বছরের কনেরু হাম্পিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন দিব্যা।

সোমবারের টাইব্রেকারের আগে শনিবার ও রবিবার দু’টি ক্লাসিক্যাল গেম হয়েছিল, যেখানে ফল হয়নি—দুই ম্যাচই ড্র হয়। ফলে চ্যাম্পিয়ন নির্ধারণে খেলা গড়ায় র‌্যাপিড টাইব্রেকারে।

প্রথম র‌্যাপিড গেমে দিব্যা সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন ‘পেট্রভ’স ডিফেন্স’ দিয়ে। দু’জনেই আগ্রাসী খেলেন, কিন্তু কেউই জেতার মতো অবস্থানে পৌঁছতে পারেননি। ম্যাচ ড্র হয়।

তবে দ্বিতীয় র‌্যাপিড গেমে দেখা যায় দিব্যার জেদ ও দুর্দান্ত চাপ সৃষ্টি। হাম্পি সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে, কিন্তু দিব্যার আক্রমণাত্মক কৌশলের সামনে পড়ে যান ধীরে ধীরে। সময় ব্যবস্থাপনায়ও এগিয়ে ছিলেন দিব্যা। এক পর্যায়ে ৮ মিনিট এগিয়ে ছিলেন তিনি। চাপের মুখে হাম্পি ভুল চাল দেন। সেই সুযোগই কাজে লাগিয়ে মাত্র ৩৪ চালের মাথায় হাম্পিকে পরাস্ত করেন দিব্যা।

পুরো প্রতিযোগিতাতেই দিব্যার খেলা ছিল ঝাঁঝালো ও আত্মবিশ্বাসে ভরপুর। অন্যদিকে, হাম্পিকে দেখা গিয়েছে অপেক্ষাকৃত রক্ষণাত্মক ভূমিকায়। অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে থাকলেও, সাহসিকতা ও গেম কন্ট্রোলে একধাপ এগিয়ে থেকেই চ্যাম্পিয়ন হন দিব্যা।

টাইব্রেকারের আগের ক্লাসিক্যাল গেমগুলোতেও দিব্যা দারুণ লড়াই দেন। প্রথম গেমে (শনিবার) সাদা ঘুঁটি নিয়ে ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে শুরু করে ৩১ চালে ড্র করেন। রবিবার দ্বিতীয় গেমে হাম্পি সাদা ঘুঁটি নিয়ে ‘এ০৬ জ়ুকারটর্ট ওপেনিং’ দিয়ে খেলেন। প্রথমে রক্ষণাত্মক হলেও পরে ম্যাচ ভারসাম্যপূর্ণ হয়, এবং সেটিও ড্র হয়ে যায়।

দুটি ক্লাসিক্যাল গেম শেষে পয়েন্ট সমান থাকায় ম্যাচ যায় টাইব্রেকারে, যেখানে আক্রমণাত্মক চাল ও মানসিক দৃঢ়তায় বাজিমাত করেন দিব্যা।

এই ঐতিহাসিক জয়ে আবেগে ভেসে যান দিব্যা দেশমুখ। ম্যাচ শেষ হতেই চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। দেশের দাবা ইতিহাসে এই জয় নতুন অধ্যায় রচনা করল।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।