রবীন্দ্রনাথ ঠাকুরের মিনি ও কাবুলিওয়ালার গল্প সকলেরই প্রিয়। সেই কাবুলিওয়ালার ভূমিকাতেই অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে ছবির নতুন ফার্স্টলুক পোস্টার।
পরিচালক সুমন ঘোষ সেই কাবুলিওয়ালাকেই আবার সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চাইছেন। পরিচালক তপন সিংহের কাবুলিওয়ালা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। বাংলা সিনেমার দাপুটে এবং রাসভারী অভিনেতা ছবি বিশ্বাসের সেই কাবুলিওয়ালাকে।
ছবি বিশ্বাসের কাবুলিওয়ালার চরিত্রকে মিঠুন চক্রবর্তী কতটা সেলুলইয়েডে ফুটিয়ে তুলতে পারবেন সেটা একটা বড় চ্যালেঞ্জ। পরিচালক এবং অভিনেতা দুজনের পক্ষেই বড় চ্যালেঞ্জ। মিঠুন চক্রবর্তীকেই নাকি কাবুলিওয়ালার ভূমিকায় সবচেয়ে ভাল মানাবে বলে দাবি করেছেন পরিচালক সুমন ঘোষ। তবে মিনির ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও প্রকাশ্যে আসেনি। নোবেল চোর’ এর পর ‘কাবুলিওয়ালা’ ছবিতে ফের সুমন ঘোষের সঙ্গে কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার এবং আবীর চট্টোপাধ্যায়। ছবিতে মিনির মা বাবার চরিত্রে সোহিনী-আবীর।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির তারিখ। চলতি বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে ‘কাবুলিওয়ালা’। ছবির ফার্স্টলুকে রহমত আলির ভূমিকায় নজর কেড়েছেন মিঠুন চক্রবর্তী।
ভিডিও- ইউটিউব
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন