Homeখেলাধুলোফুটবল২৩ জুলাই যুবভারতীতে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ, স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ

২৩ জুলাই যুবভারতীতে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ, স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ

প্রকাশিত

কলকাতা: আগামী ২৩ জুলাই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ প্রতিযোগিতা। এই উপলক্ষ্যে শুক্রবার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কম্যান্ডের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ডুরান্ড কাপ আয়োজক কমিটির চেয়ারম্যান তথা চিফ অফ স্টাফ হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহিত মলহোত্রা, ডুরান্ড কাপ কমিটির ভাইস চেয়ারম্যান তথা জিওসি বেঙ্গল সাব এরিয়া মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে এবং  পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা।

সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের উপর বিশেষ ভাবে প্রতিবেদন করা উচিত সমস্ত সংবাদমাধ্যমের, যাতে এই ঐতিহ্যশালী প্রতিযোগিতা তার গৌরবকে আরও গৌরবান্বিত করতে পারে।”

এশিয়ার অন্যতম পুরোনো টুর্নামেন্ট ডুরান্ড কাপে দর্শকদের ভিড় বাড়াতে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাইছেন না আয়োজকরা। এ বার ডুরান্ড কাপে দর্শকদের জন্য স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করল ডুরান্ড কাপ আয়োজক কমিটি।

২৪টি দলকে নিয়ে প্রতিযোগিতা

এবারের ডুরান্ড কাপে ২৪টি দল যোগদান করছে। প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৩ জুলাই থেকে, চলবে ২৩ আগস্ট পর্যন্ত। প্রতিযোগী দলগুলিকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই গ্রুপগুলির মধ্যে ‘এ’ ও ‘বি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। ঝাড়খণ্ডের জামশেদপুরে গ্রুপ ‘সি’, অসমের কোকরাঝাড়ে গ্রুপ ‘ডি’, মেঘালয়ের শিলঙে গ্রুপ ‘ই’ এবং মণিপুরের ইম্ফলে গ্রুপ ‘এফ’-এর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।    

ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

RBI-র নতুন নিয়মে PhonePe, Paytm, Cred-এর মতো ফিনটেক অ্যাপে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা। এখন থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকেই ভাড়া মেটাতে হবে।

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।