Homeখেলাধুলোফুটবল২৩ জুলাই যুবভারতীতে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ, স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ

২৩ জুলাই যুবভারতীতে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ, স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ

প্রকাশিত

কলকাতা: আগামী ২৩ জুলাই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ প্রতিযোগিতা। এই উপলক্ষ্যে শুক্রবার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কম্যান্ডের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ডুরান্ড কাপ আয়োজক কমিটির চেয়ারম্যান তথা চিফ অফ স্টাফ হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহিত মলহোত্রা, ডুরান্ড কাপ কমিটির ভাইস চেয়ারম্যান তথা জিওসি বেঙ্গল সাব এরিয়া মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে এবং  পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা।

সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের উপর বিশেষ ভাবে প্রতিবেদন করা উচিত সমস্ত সংবাদমাধ্যমের, যাতে এই ঐতিহ্যশালী প্রতিযোগিতা তার গৌরবকে আরও গৌরবান্বিত করতে পারে।”

এশিয়ার অন্যতম পুরোনো টুর্নামেন্ট ডুরান্ড কাপে দর্শকদের ভিড় বাড়াতে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাইছেন না আয়োজকরা। এ বার ডুরান্ড কাপে দর্শকদের জন্য স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করল ডুরান্ড কাপ আয়োজক কমিটি।

২৪টি দলকে নিয়ে প্রতিযোগিতা

এবারের ডুরান্ড কাপে ২৪টি দল যোগদান করছে। প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৩ জুলাই থেকে, চলবে ২৩ আগস্ট পর্যন্ত। প্রতিযোগী দলগুলিকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই গ্রুপগুলির মধ্যে ‘এ’ ও ‘বি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। ঝাড়খণ্ডের জামশেদপুরে গ্রুপ ‘সি’, অসমের কোকরাঝাড়ে গ্রুপ ‘ডি’, মেঘালয়ের শিলঙে গ্রুপ ‘ই’ এবং মণিপুরের ইম্ফলে গ্রুপ ‘এফ’-এর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।    

ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

ফুটবলতারকা মেসির বোন মায়ামিতে দুর্ঘটনায় গুরুতর আহত, স্থগিত বিয়ে

খবর অনলাইন ডেস্ক: মায়ামিতে এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির...

বিশ্বকাপ ফুটবল ২০২৬: নামী দেশগুলির প্রথম ম্যাচ কার সঙ্গে, কবে, কখন  

খবর অনলাইন ডেস্ক: এই প্রথম বিশ্বের ৩টি দেশ একসঙ্গে ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন...