Homeখেলাধুলোফুটবল২৩ জুলাই যুবভারতীতে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ, স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ

২৩ জুলাই যুবভারতীতে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ, স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশ

প্রকাশিত

কলকাতা: আগামী ২৩ জুলাই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে ১৩৪তম ডুরান্ড কাপ প্রতিযোগিতা। এই উপলক্ষ্যে শুক্রবার ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কম্যান্ডের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ডুরান্ড কাপ আয়োজক কমিটির চেয়ারম্যান তথা চিফ অফ স্টাফ হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহিত মলহোত্রা, ডুরান্ড কাপ কমিটির ভাইস চেয়ারম্যান তথা জিওসি বেঙ্গল সাব এরিয়া মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে এবং  পশ্চিমবঙ্গ সরকারের যুব পরিষেবা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা।

সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের উপর বিশেষ ভাবে প্রতিবেদন করা উচিত সমস্ত সংবাদমাধ্যমের, যাতে এই ঐতিহ্যশালী প্রতিযোগিতা তার গৌরবকে আরও গৌরবান্বিত করতে পারে।”

এশিয়ার অন্যতম পুরোনো টুর্নামেন্ট ডুরান্ড কাপে দর্শকদের ভিড় বাড়াতে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাইছেন না আয়োজকরা। এ বার ডুরান্ড কাপে দর্শকদের জন্য স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করল ডুরান্ড কাপ আয়োজক কমিটি।

২৪টি দলকে নিয়ে প্রতিযোগিতা

এবারের ডুরান্ড কাপে ২৪টি দল যোগদান করছে। প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৩ জুলাই থেকে, চলবে ২৩ আগস্ট পর্যন্ত। প্রতিযোগী দলগুলিকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। এই গ্রুপগুলির মধ্যে ‘এ’ ও ‘বি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। ঝাড়খণ্ডের জামশেদপুরে গ্রুপ ‘সি’, অসমের কোকরাঝাড়ে গ্রুপ ‘ডি’, মেঘালয়ের শিলঙে গ্রুপ ‘ই’ এবং মণিপুরের ইম্ফলে গ্রুপ ‘এফ’-এর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।    

ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...