Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: অতিরিক্ত সময়ে গোল করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ ২-২ করল...

ইউরো কাপ ২০২৪: অতিরিক্ত সময়ে গোল করে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ ২-২ করল আলবানিয়া   

প্রকাশিত

আলবানিয়া: ২ (কোয়াজিম লাসি, ক্লাউস জাসুলা) ক্রোয়েশিয়া: ২ (আন্দ্রেজ ক্র্যামারিক, ক্লাউস জাসুলা, আত্মঘাতী)

খবর অনলাইন ডেস্ক: ৭৪ মিনিট পর্যন্ত এগিয়েছিল আলবানিয়া। তার পর ২ মিনিটের মধ্যে ২টি গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের প্রায় শেষ দিকে গোল করে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত করল আলবানিয়া।    

হামবুর্গের ফক্সপার্কস্টাডিওনে বুধবার ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টায় শুরু হওয়া হয় গ্রুপ ‘বি’র ম্যাচে আলবানিয়ার ক্লাউস জাসুলা একাধারে ভিলেন এবং হিরো দুই-ই হলেন। ম্যাচের ৭৬ মিনিটে তাঁর আত্মঘাতী গোলের জেরেই ক্রোয়েশিয়া ২-১ গোলে এগিয়ে যায়। আবার ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ মিনিটের মাথায় তাঁরই গোলের জেরে ক্রোয়েশিয়ার কাছে পরাজয় এড়াতে পারে আলবানিয়া।

অতিরিক্ত সময়ে সমতা ফেরাল আলবানিয়া

ইতালির বিরুদ্ধে ম্যাচে ২৩ সেকেন্ডে গোল করে রেকর্ড করেছিল আলবানিয়া। আজ অতটা না হলেও ম্যাচের ১১ মিনিটেই তারা এগিয়ে যায়। ডান দিক থেকে বল নিয়ে এগিয়ে যান আসানি। ক্রোয়েশিয়ার বক্সে ক্রস বাড়ান। কোয়াজিম লাসি ঠিক সময়ে ছুটে এসে হেড দিয়ে ক্রোয়েশিয়ার গোলে বল ঢুকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আলবানিয়া। ৭৪ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। বুদিমিরের কাছ থেকে পাস পেয়ে আলবানিয়ার বক্সে ঢুকে যান আন্দ্রেজ ক্র্যামারিক। তার পর আলবানিয়ার রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে গোল লক্ষ্য করে যে শট নেন তা দাঁড়িয়ে থেকে দেখা ছাড়া কিছু করার ছিল না আলবানিয়ার গোলকিপার স্ত্রাকোশার। ২ মিনিটের মধ্যে আলবানিয়ার ক্লাউস জাসুলার আত্মঘাতী গোলে ২-১ ফলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

নির্ধারিত ৯০ মিনিটের পর আর ৯ মিনিট দেওয়া হয় অতিরিক্ত সময় হিসাবে। যে সময়ে সবাই প্রায় যখন ধরে নিয়েছিলেন ক্রোয়েশিয়াই জয়ী হয়ে মাঠ ছাড়বে, প্রায় সেই সময়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন ক্লাউস জাসুলা। দুর্দান্ত শটে ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচকে পরাস্ত করে ম্যাচে সমতা আনেন।

২টি ম্যাচ থেকে ২টি দলেরই সংগ্রহ ১ পয়েন্ট  

আলবানিয়া এবং ক্রোয়েশিয়া, দুটি দেশেরই ২টি করে খেলা হয়ে গেল। প্রথম ম্যাচে ইতালির কাছে হেরে যায় আলবানিয়া এবং স্পেনের কাছে হারে ক্রোয়েশিয়া। ফলে দুটি দেশই ২টি করে ম্যাচ খেলে ১টি করে পয়েন্ট সংগ্রহ করেছে। এবার আলবানিয়ার খেলা বাকি আছে স্পেনের সঙ্গে এবং ইতালির সঙ্গে ক্রোয়েশিয়ার। নক আউট পর্যায়ে যেতে হলে শেষ ম্যাচটি অবশ্যই জিততে হবে ২টি দলকেই।

২০১৬ সাল থেকে অর্থাৎ যে বছর থেকে ইউরো ফাইনাল পর্যায়ের খেলা ২৪টি দেশের হয়ে গিয়েছে, সেই বছরের পর গ্রুপ লিগে দুটো ম্যাচ ড্র করে কোনো দল নক আউট পর্যায়ে পৌঁছোতে পারেনি।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: এক গোলে পিছিয়ে থেকে চেকিয়াকে ২-১ গোলে হারাল পর্তুগাল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।