Homeখেলাধুলোফুটবলবিশ্বকাপ ফুটবল কোয়ালিফায়ার: মঙ্গলবার কাতারের মুখোমুখি সুনীল ছেত্রীরা, কী বলছেন ভারতের হেড...

বিশ্বকাপ ফুটবল কোয়ালিফায়ার: মঙ্গলবার কাতারের মুখোমুখি সুনীল ছেত্রীরা, কী বলছেন ভারতের হেড কোচ

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বছর চারেক আগে সেপ্টেম্বরের একটি রাত। ২০২২ বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের খেলা চলছে দোহায়। সে দিনও ভারতের প্রতিপক্ষ ছিল কাতার। বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিং-এ ভারতের অনেকটাই ওপরে কাতার। কাতার কার্যত এশিয়ান ফুটবলের অন্যতম পাওয়ারহাউস। সে দিন সেই কাতারের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে ভারত ম্যাচ ড্র করেছিল। আর সাইডলাইনের ধারে বসে ভারতের লড়াই দেখেছিলেন হেড কোচ আইগর স্টিম্যাক।

ক্রোয়েশিয়ার এই প্রাক্তন ফুটবল খেলোয়াড় এ বারও সাইডলাইনের ধারে বসে ভারত বনাম কাতারের খেলা দেখবেন। কারণ, এই ভারতীয় দলের কোচও সেই আইগর স্টিম্যাক।

২১ নভেম্বর মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২০২৬-এর ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে সেই কাতারের মুখোমুখি হচ্ছে ভারত। এ বার বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের অভিযান ভারত যখন শুরু করে, তখন সুনীল ছেত্রীর এই দলের উপরে সকলের খুব যে আস্থা ছিল, তা নয়। কিন্তু গত ম্যাচে মনবীর সিংয়ের বিশ্বমানের গোলের সাহায্যে কুয়েতের বিরুদ্ধে জয় ভারত সম্পর্কে অনেককেই আস্থাবান করে তুলেছে। ভারতীয় দলও এখন অনেক বেশি দৃঢ়বিশ্বাসী – ‘আমরাও পারি’, এই বিশ্বাসে তারা এখন উজ্জীবিত। কাতারের বিরুদ্ধে ভারতের যদি কোনো ইতিবাচক ফল হয়, তা হলে এখন আর সেই ফলকে কেউ ‘ফ্লুক’ ভাববে না।

এটা মনে করেন ভারতের হেড কোচ আইগর স্টিম্যাকও। ভারত যে এখন ফুটবলে দু-একটা ‘সারপ্রাইজ’ ঘটাতে পারে, সে সম্পর্কে কোনো দ্বিমত নেই স্টিম্যাকের।

স্টিম্যাকের কথায়, “আমরা প্রতিটি দিক, প্রতিটি অবস্থান থেকে কাতারকে বিশ্লেষণ করেছি। আমরা খুব ভালো করেই জানি গতি আর শক্তির দিক থেকে তারা অন্তত সক্ষম। তাদের রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক অবস্থান একেবারে নিখুঁত। আফগানিস্তানের বিরুদ্ধে তাদের আট গোলই তার প্রমাণ। আরও আট গোল দিতে পারত তারা। তাদের বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন। আমি ছেলেদের বলেছি আগামী ম্যাচটা উপভোগ করতে। কুয়েতের বিরুদ্ধে জিতে প্রথম বড়ো কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আমি ছেলেদের বলেছি কোনো চাপ নেওয়ার দরকার নেই। কাতারের বিরুদ্ধে নিজেদের প্রতিভা দেখাক।”

ভারতের হেড কোচ বলেছেন, “গ্রুপে দ্বিতীয় হওয়ার মতো ক্ষমতা যাদের আছে, তাদের হারাতে পারাটা খুবই প্রেরণাদায়ক। কোয়ালিফায়ারের পরের রাউন্ডে যাওয়ার জন্য আমাদের গ্রুপে প্রথম দুটো স্থানের মধ্যে থাকতে হবে। কুয়েতের বিরুদ্ধে জয় আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে সাহায্য করেছে। এই গ্রুপে কাতারকে আগে থেকেই ফেভারিট হিসাবে ধরে রাখা হয়েছে। আমরা বিশাল বড়ো কিছু আশা করছি না। তবে আমরা জানি আমাদের সুযোগ আছে এবং দু’ হাত দিয়ে সেই সুযোগকে আঁকড়ে ধরতে হবে।”

রবিবার সারা দিন স্টিম্যাকের ছেলেরা ভালো ট্রেনিং নিয়েছেন। দলের মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে বলে হেড কোচ জানান। তিনি বলেন, “আমি বলছি, আমাদের আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না। কিন্তু প্রতিটি জয় সেই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমাদের যে যথেষ্ট আত্মবিশ্বাস আছে তা আমরা কিংস কাপ আর মারডেকা কাপেও দেখিয়েছি।”

“গত কয়েক বছর ধরে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গি পালটানোর কাজ করেছি। এখন আমার ছেলেরা বিশ্বাস করে তারা যে কাউকে হারাতে পারে”, বলেন স্টিম্যাক। তাঁর মতে, কুয়েত থেকে পকেটে করে তিন পয়েন্ট নিয়ে আসা বিশাল একটা নিশ্চিন্ততার ব্যাপার। এটা একটা বড়ো কৃতিত্বও।

আরও পড়ুন

বিশ্বকাপ ফুটবল কোয়ালিফায়ার: কুয়েতকে হারিয়ে জায়গা মজবুত করল ভারত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।