Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: পর পর দু’টি ম্যাচে জয়, জামশেদপুরকে হারিয়ে ইস্টবেঙ্গল উঠে এল...

আইএসএল ২০২৪-২৫: পর পর দু’টি ম্যাচে জয়, জামশেদপুরকে হারিয়ে ইস্টবেঙ্গল উঠে এল আরও এক ধাপ   

প্রকাশিত

ইস্টবেঙ্গল এফসি: ১ (দিমিত্রিয়স দিয়ামানতাকোস) জামশেদপুর এফসি: ০

কলকাতা: এ বারের আইএসএল-এ যেন একটু একটু করে লড়াইয়ে ফিরছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলের দিক থেকে এ রকম আক্রমণাত্মক ফুটবল এ বার খুব বেশি দেখা যায়নি। প্রচুর গোল করার সুযোগ পেয়েছিল লাল-হলুদ বাহিনী। অন্তত আধ ডজন গোলে জেতা উচিত ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত জিতেছে ১-০ গোলে। শনিবার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে দিমিত্রিয়স দিয়ামানতাকোসের গোলে জামশেদপুর এফসিকে হারাল ইস্টবেঙ্গল। আর এই জয়ের ফলে তারা লিগ টেবিলে আরও এক ধাপ উঠে এল। আপাতত ১২ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে তারা উঠে এল দশম স্থানে।

এ দিন ইস্টবেঙ্গলের ভাগ্যও তেমন সাথ দেয়নি। দুটো নিশ্চিত গোল হয়নি। ম্যাচের ৭ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেওয়া আনোয়ার আলির শট জামশেদপুরের পোস্টে গিয়ে লাগে। আর দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে পিভি বিষ্ণুর শট ক্রসবারে লেগে ফিরে আসে।

ইস্টবেঙ্গলের জয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে। ডান দিক থেকে নন্দকুমারের নিচু ক্রস চলে আসে বিষ্ণুর কাছে। দূরের পোস্টে অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা দিমিত্রিয়স দিয়ামানতাকোসের জন্য বলটি ছেড়ে দেন বিষ্ণু। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি দিয়ামানতাকোসের। ম্যাচের শেষ দিকে জামশেদপুর কয়েক বার আক্রমণে উঠে আসে। কিন্তু তা থেকে কোনো বিপদ ঘনায়নি ইস্টবেঙ্গলের পক্ষে।        

লিগ টেবিলে কে কোথায়

এ দিন আইএসএল-এর আর একটি ম্যাচে মুম্বই এফসি ১-০ গোলে চেন্নাইয়িন এফসিকে হারিয়েছে। ফলে লিগ টেবিলে বিভিন্ন দলের উত্থানপতন হয়েছে। এই জয়ের ফলে মুম্বই এফসি চলে এসেছে চতুর্থ স্থানে। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। লিগ টেবিলের প্রথম ৫টি দল প্রত্যেকেই ১২টি করে ম্যাচ খেলেছে। ২৬ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে শীর্ষে, ২৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি দ্বিতীয় স্থানে, ২২ পয়েন্ট নিয়ে এফসি গোয়া তৃতীয় স্থানে, ২০ পয়েন্ট সংগ্রহ করে মুম্বই এফসি চতুর্থ স্থানে এবং ১৯ পয়েন্ট সংগ্রহ পঞ্চম স্থানে রয়েছে ওড়িশা এফসি। এ দিনের হারের পর চেন্নাইয়িন এফসি রইল নবম স্থানে, তাদের সংগ্রহ ১৩ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট।

শনিবার জামশেদপুর এফসিকে হারিয়ে ইস্টবেঙ্গল উঠে এল দশম স্থানে। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। জামশেদপুর এফসি রইল সপ্তম স্থানে, তাদের সংগ্রহ ১১ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।