Homeখেলাধুলোফুটবলআইএসএল: খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোল, বেঙ্গালুরুর কাছে হারল ইস্টবেঙ্গল

আইএসএল: খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোল, বেঙ্গালুরুর কাছে হারল ইস্টবেঙ্গল

প্রকাশিত

বেঙ্গালুরু এফসি: ২ (সুনীল ছেত্রী, খাবি এর্নান্ডেজ) ইস্টবেঙ্গল এফসি: ১ (নাওরেম মহেশ সিং)

বেঙ্গালুরু: প্রতিপক্ষ নিজেদের পূর্বতন প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল এফসি। সে দিক থেকে এ দিনের লড়াইটা বেঙ্গালুরু এফসির কাছে মর্যাদার লড়াই। খাবি এর্নান্ডেজের বিস্ময়কর গোলে সেই লড়াইটা সম্মানের সঙ্গে উতরে গেল বেঙ্গালুরু।

বুধবার রাতে বেঙ্গালুরুর শ্রী কান্তবীর স্টেডিয়ামে আয়োজিত আইএসএল-এর ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারাল বেঙ্গালুরু। প্রথমে নাওরেম মহেশ সিংয়ের গোলে বেঙ্গালুরু ০-১ গোলে পিছিয়ে গিয়েছিল। কিন্তু মিনিটে ছয়েক পরে পেনাল্টি থেকে সুনীল ছেত্রীর গোল এবং দ্বিতীয়ার্ধে খাবি এর্নান্ডেজের বিস্ময়কর বাইসাইকেল কিকের মাধ্যমে গোলে ইস্টবেঙ্গলের কাছ থেকে জয় ছিনিয়ে নিল সাইমন গ্রেসনের দল।

প্রথমার্ধে ১-১

ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর রক্ষণভাগে ঢুকে পড়ে নন্দ কুমার থ্রু পাস বাড়ান নাওরেম মহেশ সিংয়ের কাছে। মহেশ বল ধরে নিজের পায়ের কাজের মাধ্যমে বেঙ্গালুরুর দুই সেন্টার ব্যাক পরাগ শ্রীবাস ও স্লাভকো দমইয়ানোভিচকে কাটিয়ে একেবারে সামনাসামনি পেয়ে যান গোলকিপার গুরপ্রীত সিং সাঁধুকে। গুরপ্রীতকে কাটিয়ে গোল দিতে খুব অসুবিধা হয়বি নাওরেম মহেশের। ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে যায়।

কিন্তু ইস্টবেঙ্গলের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিটছয়েক পরেই ১৮ গজের বক্সের মধ্যে সুনীল ছেত্রীকে ফেলে দেন মন্দার রাও দেশাই। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন ছেত্রী।

এর্নান্ডেজের বাইসাইকেল কিক

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলের নন্দ কুমার এবং নাওরেম মহেশের জুটি বেঙ্গালুরুর উপর আক্রমণ শুরু করেন। বেঙ্গালুরুর ডিফেন্স লাইনকে কাটিয়ে বাঁ দিকে নন্দ কুমারকে পাস বাড়ান মহেশ। গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন নন্দ কুমার। তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

খাবি এর্নান্ডেজ ম্যাচের ৭২ মিনিটে তাঁর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে বেঙ্গালুরুর জন্য জয়সুচক গোল এনে দেন। ঘরের মাঠের সমর্থকরা বিপুল চিৎকারে এর্নান্ডেজকে অভিনন্দিত করেন। তরুণ খেলোয়াড় রোহিত দামুর হেড থেকে বাইসাইকেল কিক মারেন এর্নান্ডেজ এবং তা সকলকে বিস্মিত করে ইস্টবেঙ্গলের গোল ঢুকে যায়। এর পর দুটি দলই আক্রমণ, প্রতি-আক্রমণ চালায়। কিন্তু গোলের সংখ্যা আর বাড়েনি।  ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঙ্গালুরু জিতে যায় ২-১ গোলে।

আরও পড়ুন

এশিয়াড হকি: দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ভারত ফাইনালে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।