Homeখেলাধুলোফুটবলআইএসএল: পরাজয়ের রেকর্ড করে চলেছে ইস্টবেঙ্গল, এবার হারল জামশেদপুরের কাছে

আইএসএল: পরাজয়ের রেকর্ড করে চলেছে ইস্টবেঙ্গল, এবার হারল জামশেদপুরের কাছে

প্রকাশিত

জামশেদপুর এফসি: ২ (রেই তাচিকাওয়া, লালচুংনুঙ্গা, আত্মঘাতী) ইস্টবেঙ্গল এফসি: ০

জামশেদপুর: জয় তো দূরস্থান, এবারের আইএসএল-এ হারের মুখ দেখেই চলেছে ইস্টবেঙ্গল এফসি। টানা ৪টি ম্যাচে হার। শনিবার জামশেদপুর এফসি-র কাছে ইস্টবেঙ্গল হারল ২-০ গোলে। এর মধ্যে ১টি গোল আত্মঘাতী।

এদিন জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত ম্যাচে ইস্টবেঙ্গল হেরে গেলেও আগের ৩টি ম্যাচের তুলনায় অনেক ভালো খেলেছে। একঝাঁক গোলের সুযোগ পেয়েছিল তারা। মোট ২৪টি গোলের সুযোগ তৈরি করেছিল লাল-হলুদ বাহিনী। কিন্তু তা থেকে একটা বলও বিপক্ষের জালে জড়াতে পারেনি। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। তারই খেসারত দিল ইস্টবেঙ্গল। অন্যদিকে জামশেদপুর ১১টি সুযোগ পেয়ে দুটো কাজে লাগিয়ে ফেলল।

প্রথমার্ধে ১টি গোল

ম্যাচের ২১ মিনিটের মাথায় প্রথম গোলটি করে জামশেদপুর। দলকে ১-০ গোলে এগিয়ে দেন জাপানি মিডফিল্ডার রেই তাচিকাওয়া। ইস্টবেঙ্গলের বক্সের মাথা থেকে প্রথমে গোলে শট নেওয়ার চেষ্টা করেন মহম্মদ শনন। তা আটকে দেন লাল-হলুদ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। কিন্তু তাঁর পায়ে লেগে বল ছিটকে চলে আসে শননের পিছনে থাকা জাপানি তারকা তাচিকাওয়ার পায়ে। সামনে অনেকটা জায়গা ছিল আর হাতে সময়ও ছিল। বল নিখুঁত ভাবে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তাচিকাওয়া। ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদারের কিছুই করার ছিল না।

দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল

গোল খাওয়ার পর ম্যাচে সমতা ফেরানোর একাধিক সুযোগ পায় ইস্টবেঙ্গল। কিন্তু কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেও একাধিক সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হয় তারা। সল ক্রেসপোর দুর্বল পেনাল্টি শট আটকাতে কোনো অসুবিধা হয়নি জামশেদপুরের গোলকিপার প্রভসুখন সিং গিলের।

শেষ পর্যন্ত ম্যাচের ৭০ মিনিটে ইস্টবেঙ্গলের আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় জামশেদপুর। বাঁদিক দিয়ে ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে ক্রস বাড়ান জর্ডন মারে। সেই ক্রস পৌঁছে যায় ইমরান খানের কাছে। ইমরান আবার ক্রস বাড়িয়ে দেন সেই মারেকে। মাঝখান থেকে সেই বল আটকানোর চেষ্টা করতে গিয়ে নিজেদের গোলেই বল ঠেলে দেন লালচুংনুঙ্গা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেয়ে যায় জামশেদপুর।  

জামশেদপুর তৃতীয় স্থানে  

৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেয়ে জামশেদপুর এফসি লিগ টেবিলের তৃতীয় স্থানে রইল। আর সমসংখ্যক খেলায় প্রতিটি ম্যাচ হেরে ইস্টবেঙ্গল এফসি রইল টেবিলের একদম নীচে, ত্রয়োদশ স্থানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।