Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: শেষ মুহূর্তের গোলে হায়দরাবাদের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া হল ইস্টবেঙ্গলের

আইএসএল ২০২৪-২৫: শেষ মুহূর্তের গোলে হায়দরাবাদের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া হল ইস্টবেঙ্গলের

প্রকাশিত

ইস্টবেঙ্গল এফসি: ১ (জিকসন সিং থৌনাওজাম) হায়দরাবাদ এফসি: ১ (মনোজ মহম্মদ)

হায়দরাবাদ: এবারের আইএসএল-এ দুটি দলেরই অবস্থা খুব একটা ভালো নয়। তবু গোড়ার দিকে লিগ টেবিলের একেবারে নীচে থাকার পর গত দুটো ম্যাচ জিতে ইস্টবেঙ্গল এফসির অবস্থা কিঞ্চিৎ ভালো হয়েছিল। তারা একেবারে নীচে থেকে উঠে এসেছিল দশম স্থানে। শনিবার তাদের প্রতিদ্বন্দ্বী ছিল হায়দরাবাদ এফসি। তাদেরও অবস্থা তথৈবচ। সেই হায়দরাবাদকে প্রতিপক্ষ পেয়ে ইস্টবেঙ্গল তাদের অবস্থা আর একটু ভালো করতে পারত। করেও ফেলেছিল। কিন্তু ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জয় আনতে পারল না ইস্টবেঙ্গল। হায়দরাবাদের সঙ্গে ম্যাচ ১-১ ড্র করে ফের লিগ টেবিলে আবার এক ধাপ নীচে নেমে গেল।

প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলার মধ্যে কেমন একটা গা-ছাড়া ভাব ছিল। তাদের খেলায় কোনো পরিকল্পনা চোখে পড়ছিল না। এ বারের হায়দরাবাদ এফসি তুলনামূলক ভাবে দুর্বল দল। সেই দুর্বল দলকে প্রতিপক্ষ হিসাবে পেয়েও তাদের বিরুদ্ধে তেমন আক্রমণ শানাতে পারছিল না ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধেই দু’টি গোল  

তবে দ্বিতীয়ার্ধে অন্য রূপ ধরে লাল-হলুদ বাহিনী। তাদের আক্রমণের ঝাঁজ অনেক বেড়ে যায়। এর ফলও পেয়ে যায় ম্যাচের ৬৪ মিনিটে। হায়দরাবাদের ডিফেন্ডার তাদের বক্সের ঠিক বাইরে দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ফাউল করেন। তারই ফলস্বরূপ ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। ক্লেইটনের শট হায়দরাবাদের বারে লেগে ফিরে আসে। কাছেই ছিলেন জিকসন সিং থৌনাওজাম। লাফিয়ে উঠে হেড করে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে বিন্দুমাত্র সময় লাগেনি তাঁর।

এর পরই খেলা জমে যায়। দু’ পক্ষই আক্রমণ-প্রতি আক্রমণ চালিয়ে যেতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত হায়দরাবাদকে সামাল দিতে পারল না ইস্টবেঙ্গল। নির্ধারিত ৯০ মিনিটের একেবারে শেষ মুহূর্তে ম্যাচে সমতা ফিরিয়ে আনল হায়দরাবাদ। বাঁ দিক থেকে কোরিয়ার কাছ থেকে পাস পেয়ে মনোজ মহম্মদ বাঁ পায়ের জোরালো শটে কাজ হাসিল করেন। মূলত দলের রক্ষণের ভুলেই জেতা ম্যাচ মাঠেই ছেড়ে আসতে হল ইস্টবেঙ্গলকে।   

লিগ টেবিলে কে কোথায়

১৩ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল নেমে এল একাদশ স্থানে। আর হায়দরাবাদ এফসি থাকল দ্বাদশ স্থানে। সমসংখ্যক ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। টেবিলের একেবারে নীচে রয়েছে মহমেডান স্পোর্টিং। সমসংখ্যক খেলায় তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের সূচনা, আসছেন মা দুর্গা  

কলকাতা: আশ্বিনের শারদপ্রাতে ঘুম ভেঙে গিয়েছিল আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে – যা দেবী সর্বভুতেষু…।...

অষ্টমী বাদে খোলা সরকারি হাসপাতালের আউটডোর, পুজোয় বিশেষ পরিষেবা দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি

অষ্টমী বাদে পুজোর দিনগুলিতে খোলা থাকছে সরকারি হাসপাতালের আউটডোর। পাশাপাশি অ্যাপোলো, মনিপাল, নারায়ণা, রুবি ও বি পি পোদ্দারসহ বেসরকারি হাসপাতালগুলি দিচ্ছে জরুরি পরিষেবা।

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়ম: কী বলল ভারত, প্রভাব কোথায় পড়বে?

আমেরিকার নতুন H1-B ভিসা নিয়ম নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী, এর প্রভাব পড়বে কোন খাতে, আর পরিবারগুলির জন্য কী জটিলতা তৈরি হতে পারে—জানুন বিস্তারিত এক্সপ্লেইনার রিপোর্টে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।